বাংলা

All Written Question - (10354)

বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা ৫ টি। বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো ৫ টি। যথাঃ প, ফ, ব, ভ, ম।

1 week ago

বাংলা ভাষাতে ছদ্মনাম গ্রহণের প্রথাটি সুপ্রচলিত। কৈশোরে রবীন্দ্রনাথ ঠাকুর "ভানুসিংহ ঠাকুর" ছদ্মনামে কয়েকটি কবিতা রচনা করেছিলেন।

1 week ago

'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এ চরণটির মধ্যযুগের বাংলা সাহিত্যর অন্যতম শ্রেষ্ঠ ও মঙ্গল কাব্যধারার শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত ‘অন্নদামঙ্গল’ কাব্যের একটি বিখ্যাত উক্তি এটি। 

কাব্যে উক্তিটি করেছিল ”ঈশ্বরী পাটনী”

1 week ago

২২ এপ্রিল ২০২৪

বরাবর,

মহাপরিচালক

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

নশিপুর, দিনাজপুর।

বিষয়ঃ এক দিনের নৈমিত্তিক ছুটিতে কর্মস্থল ত্যাগের আবেদন।

জনাব,

নিবেদন এই যে, আমি আপনার দপ্তরের কর্মরত একজন গার্ড। আমার ব্যক্তিগত কাজের জন্য ঢাকা যাওয়া প্রয়োজন। তাই 23/04/2024 ইং রোজ মঙ্গলবার এক (01) দিনের ছুটির প্রয়োজন। এমতাবস্থায় আপনার সদয় সহাভূতি কামনা করছি।

বিধায় প্রার্থনা, উল্লেখিত নৈমিত্তিক ছুটিতে কর্মস্থল ত্যাগ করার অনুমতি প্রদানে জনাবের মর্জি হয়।

নিবেদক,

আপনার একান্ত বাধ্যগত

(নামের স্বাক্ষরের জায়গা রাখতে হবে।)

মোঃ হারুন ইসলাম

গার্ড

বিডাব্লিউএমআরআই, নশিপুর, দিনাজপুর।

2 weeks ago