টেকনিক্যাল

All Written Question - (589)

নামজারি বা মিউটেশন হচ্ছে জমিসংক্রান্ত বিষয়ে মালিকানা পরিবর্তন করা। ভূমির মালিকানা পরিবর্তনের সাথে সাথে সহজে ও দ্রুত নামজারি করার লক্ষ্যে অনলাইনে নামজারি ফি পরিশোধের ব্যবস্থাসহ ডিজিটাল সিস্টেমই হলো ই-নামজারি।

6 months ago

নদী ভাঙনের ফলে অঞ্চল বিশেষে শত শত গ্রাম বিলীন হয়ে মানুষ পরিণত হয় উদ্বাস্তুতে। উদ্বাস্তুরা অপেক্ষায় থাকে আবার কখন ভেঙে যাওয়া জনপদ নদীগর্ভ থেকে জেগে উঠবে। নদীর এ জেগে উঠাকে বলা হয় নদী শিকস্তি। জনপদ নদীতে বিলীন হয়ে যাওয়াকে বলে নদী পয়স্তি ।

6 months ago

ভূমি জরিপকালে ভূমি মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে/ চূড়ান্ত খতিয়ানের অনুলিপিকে পর্চা বলে। খতিয়ানে জমির প্রজার নাম, জমির পরিমাণ, দাগ নং, খাজনার হার প্রভৃতি বিষয় লিপিবদ্ধ থাকে।

6 months ago

'স্মার্ট ট্যুরিজম' শ্রীমঙ্গল তথা সিলেট বিভাগের অন্যতম শীর্ষস্থানীয় আর্ন্তজাতিক মানের একটি দেশিয় ট্যুরিজম কোম্পানী। 'স্মার্ট ট্যুরিজম' সম্মানিত পর্যটকদের মূল্যবান সময়ের কথা বিবেচনা করে ডে ট্যুরের মাধ্যমে 'চায়ের রাজধানী' ও পর্যটক নগরী শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান পরিদর্শনের প্যাকেজ ট্যুর এর ব্যবস্থা করে থাকে।

5 months ago

কোন গ্রামকে পর্যটনের উদ্দেশ্যে পর্যটন অনুগন্তব্য হিসেবে রূপান্তর করলেই তাকে পর্যটন গ্রাম বলা যায়। অর্থাৎ গ্রামটিকে গতানুগতিকতার বাইরে একটু ভিন্ন ভাবে সাজাতে হবে যাতে পর্যটক এসে তার প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায় সেই সঙ্গে সেখানকার জীবনধারা উপোভোগ করতে পারে।

5 months ago

২ ফেব্রুয়ারি, ১৯৭১ ইরানের রামসার শহরে অনুষ্ঠিত সম্মেলনে পৃথিবীর জলাভূমি বিষয়ে প্রথম আন্তর্জাতিক মনোযোগ তৈরি হয়। এতে পৃথিবীর গুরুত্বপূর্ণ জলাভূমিগুলোকে তালিকাভুক্তির প্রক্রিয়া শুরু হয়। ২১ মে, ১৯৯২ বাংলাদেশের প্রথম রামসার অঞ্চল হিসেবে তালিকাভুক্ত হয় সুন্দরবন।

5 months ago