সাধারণ বিজ্ঞান

All Written Question - (532)

গ্রীন হাউস কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন সুইডিস রসায়নবিদ সোভনটে আরহেনিয়াস ১৮৯৬ সালে। পৃথিবীর বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে পরিবর্তনশীল আবহাওয়ার প্রতিক্রিয়াকে গ্রীন হাউস ইফেক্ট বলে। গ্রীন হাউস হলো কাঁচের তৈরি ঘর যার ভেতর গাছপালা লাগানো হয়। শীতপ্রধান দেশে তীব্র ঠাণ্ডার হাত থেকে গাছপালাকে রক্ষার জন্য গ্রীন হাউস তৈরি করা হয়। গ্রীন হাউস ইফেক্ট বলতে মূলত তাপ আটকে রেখে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে বুঝায়। এর ফলে উত্তাপ অনেক বেড়ে যাবে যাতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যেতে পারে

10 months ago

ইলেকট্রনিক চক্ষু বলতে রাডারকে বোঝায়। জাহাজ বোমারু বিমান, মিসাইল ইত্যাদির চিত্র রাডারের সাহায্য দেখা যায়। তাই একে ইলেট্রনিক চক্ষু বলে।

ইলেকট্রনিক মস্তিস্ক বলতে কম্পিউটারকে বোঝায়। এটি মানুষের মস্তিস্কের মতো চিন্তাভাবনা করে যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বলে একে ইলেকট্রনিক মস্তিস্ক বলে।

10 months ago

কার্বন ডাই অক্সাইড (CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত । বায়ুমণ্ডলে কার্বণ-ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান দুটি কারণঃ প্রধান কারণ গাছপালা কমে যাওয়া এবং নগরায়ন ও শিল্পায়নের বৃদ্ধি ।

10 months ago

মানবদেহে হৃৎপিন্ড চারটি মূল প্রকোষ্ঠ দ্বারা বিভক্ত থাকে। এই চারটি হলোঃ ডান অলিন্দ এবং ডান নিলয় আর বাম অলিন্দ এবং বাম নিলয় ।

9 months ago