সাধারণ বিজ্ঞান

All Written Question - (547)

বৈলাম বৃক্ষকে বাংলাদেশের সবচেয়ে উঁচু বৃক্ষ। এটি সাধারণত বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে জন্মে। ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে এ প্রজাতির দুটি গাছ রয়েছে।

1 year ago

বাংলাদেশের, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত জাতীয় উদ্যানটি হলো 'ভাওয়াল জাতীয় উদ্যান'।

1 year ago

২৭ তম জলবায়ু সম্মেলন (COP- ২৭) মিশরের শার্ম আল শেখ নগরীতে অনুষ্ঠিত হয়েছিল । 

1 year ago

ষড়যন্ত্র মামলার আসামি ছিলেন ৩৫ জন ।

তৎকালীন পাকিস্তান সরকার এই ষড়যন্ত্রকে "আগরতলা ষড়যন্ত্র" নামে অভিহিত করে। এই একই অভিযোগে ১৮ জানুয়ারি, ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়। ৩৫ জনকে আসামি করে সরকার পক্ষ মামলা দায়ের করে।

1 year ago

বাংলাদেশের জাতীয় সংসদের মূল স্থপতির নাম হলো প্রখ্যাত মার্কিন স্থপতি লুই আই কান

1 year ago

বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ হলো ইরাক। 

বাংলাদেশকে প্রথম আরব দেশ হিসেবে ইরাক ৮ জুলাই ১৯৭২ সালে স্বীকৃতি ‍দেয়।

1 year ago

ভাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বৃক্ষ প্রজাতির নাম - শাল (Shorea robusta) এ উদ্যানের প্রধান বৃক্ষ

1 year ago

মহাকাশে প্রেরিত বাংলাদেশের স্যাটেলাইটটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।

1 year ago

বাংলাদেশের জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকা, বাংলাদেশ (উদ্যানটি ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশে) অবস্থিত।

1 year ago

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠান ৬ মে ২০২৩ ইং তারিখে অনুষ্ঠিত হয়। 

1 year ago