ব্যবসায় শিক্ষা

All Written Question - (38)

Break-Even Point: The break-even point can be defined as a point where al costs (expenses) and total sales (revenues) are equal. Break-even point can be described as a point where there is no net profit or loss. Graphically, it is the point where the total cost and the total revenue curves meet.

9 months ago

ARR= Accounting Rate of Return.

The Accounting rate of return (ARR) is the amount of profit, or return, an individual can expect based on and investment made. Accounting rate of return divides the average profit by the inital investment to get the ratio or return that can expected.

9 months ago

IRR = Internal Rate of Return

Internal rate of return (IRR) is a metric used in capital budgeting to estimate the profitability of potential Investment. Internal rate of return is a discount rate that makes the net present value (NPV) of all cash flow from a particular project equal zero.

9 months ago

Human Resource Management: 

প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত মানের কর্মী বা দক্ষ জনশক্তি গঠনের প্রয়াস কে মান সম্পদ ব্যবস্থাপনা বা Human Resource Management বলা হয় গঠন ও সংরক্ষণের ওপর প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সফলতা নির্ভর করে। এই মানব সম্পদ ব্যবস্থাপনা (Human Resource Management) একই সঙ্গে একটি অধ্যয়নের বিষয় ও ব্যবস্থাপনা কৌশল যা একটি প্রতিষ্ঠানের অভীষ্ঠ লক্ষ্যসমূহ অর্জনের জন্য আভ্যন্তরিক মানব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা পদ্ধতির ওপর আলোকপাত করে। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্য হলো মানব সম্পদের উন্নয়ন। মানব সম্পদ ব্যবস্থাপনার মূল্য লক্ষ্য হলো প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি সংরক্ষণ করা। জনশক্তি পরিকল্পনা গ্রহণ, প্রতিটি পদের জন্য উপযুক্ত মানের কর্মী নিয়োগ, প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ এবং কর্মীদের মনোবল উন্নয়ন কার্যসন্তুষ্টি বিধানের জন্য আর্থিক ও অনার্থি কবিভিন্ন প্রণোদনার ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ব্যবস্থাপনার মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব সুতরাং "Human Resource Management is the management of various activities designed to enhance the effectiveness of an organization's work force in achieving organizational goal.

9 months ago

Brand: Brand is a name, term, sign, symbol, or design, or a combination of there, the identifies the maker or seller of a product or service. (পণ্য বা সেবা উৎপাদনকারী বা বিক্রেতা পণ্য বা সেবা চিহ্নিত করার জন্য যে সকল নাম, টার্ম, সংকেত, প্রতীক, বা নকশা Generally Brand is used for consumer product more than industrial product. Such as: Lux, Coca অথবা এগুলোর মিশ্রণকে ব্যবহার করে তাকে ব্র্যান্ড বলে।) Cola, Toyota etc. Known as Brand. 

* Branding এর সুবিধাসমূহ আলোচনা করা হলো: 

i) পণ্য চিহ্নিত করাঃ ব্র্যান্ডিং এর ফলে ভোক্তারা খুবসহজেই একটি পণ্য থেকে অন্য পণ্য পৃথক করতে পারে। 

ii) গুণগত মান সম্পন্ন পণ্য ক্রয়ঃ নির্দিষ্ট ব্র্যান্ডের সুনামের ফলে ক্রেতারা মান সম্মত পণ্য ক্রয়ের নিশ্চয়তা পায়। 

iii) ক্রয়ে দক্ষতা বাড়ায়ঃ ব্র্যান্ডিং এর ফলে ক্রেতাদের পণ্য ক্রয়ে দক্ষতা বৃদ্ধি পায়। 

iv) নতুন পণ্যে আকর্ষণ সৃষ্টিঃ ব্যান্ডিং এর ফলে ক্রেতারা নতুন পন্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারে। 

v) ক্রেতার সময় ও পরিশ্রম সাশ্রয়ঃ ব্র্যান্ডকৃত পণ্য সহজেই ক্রেতারা চিহ্নিত করতে পারে। তাই স্বল্প সময় এবং কম পরিশ্রম করে ক্রেতারা ব্র্যান্ডকৃত পণ্য ক্রয় করে থাকে।

vi) বিভিন্ন পণ্যের মধ্যে তুলনা: বাজারে সমজাতীয় পণ্যের মধ্যে প্রত্যেকটি পণ্যের পৃথক ব্র্যান্ড না থাকে। ফলে বিভিন্ন প্রতিযোগী ব্র্যান্ডের মধ্যে তুলনা করে পণ্য করতে পারে। 

vii) প্রতারণার সম্ভাবনা কম: ব্র্যান্ডিং এর ফলে ক্রেতাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। 

viii) আইনগত নিরাপত্তা: ব্র্যান্ডিং এর অংশ হিসেবে টেডমার্কের মাধ্যমে উৎপাদক তার পণ্য ফল থেকে রক্ষা করতে কम কে পারে। তাছাড়া প্রতিযোগিরা ব্র্যান্ডকৃত পণ্য বাজারজাত করণ করতে পারে না। 

x) পন্যমান সম্পর্কে নিশ্চয়তা দানঃ ব্র্যান্ডিং অধিকতর উন্নত ও গুণগত পণ্য মানের নিশ্চয় বিধান করে সামাজিক কল্যাণে সহায়তা করে।

9 months ago

7.

রহমান ট্রেডার্স এর নিম্নপ্রদত্ত রেওয়ামিল অবলম্বনে ২০২১ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য আয় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী এবং উক্ত তারিখে কারবারের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করুন।

রেওয়ামিল ৩১ শে ডিসেম্বর, ২০২১

হিসাবের নাম ডেবিট ক্রেডিট

টাকা টাকা

মূলধন ১,৭৮,০০০

উত্তোলন ৫,০০০

কলকব্জা ৯৭,৬০০

আসবাবপত্র ৫০,০০০

১০% সরকারি সঞ্চয়পত্র ক্রয় ৩৮,০০০

(০১-০১-২০২১)

বিবিধ পাওনাদার ২০০০০

বিবিধ দেনাদার ১৭,৪০০

প্রারম্ভিক মজুত পণ্য ২,০০০

ক্রয় ১,৬৪,০০০

বিক্রয় ২,০৯,০০০

আন্তঃফেরত ৫,000

বহিঃফেরত 8,০০০

মজুরি ১৪,০০০

বাট্টা প্রাপ্তি ৫০০

বেতন (৮মাসের) ৮,০০০

আমদানি শুল্ক ৭,০০০

ক্রয় পরিবহণ ২০০০

বিজ্ঞাপন ২,৫০০

ভাড়া (১৩ মাসের) ১৩,০০০

দফতর খরচ ৪,৫০০

প্রাপ্য বিল ও প্রদেয় বিল ৩০০০ ২৫০০

জীবন বীমার প্রিমিয়াম ২০০০

আয়কর ৩০০০

নগদ তহবিল ২০০০

২০% বন্ধকী ঋণ (০১-০৭-২০২১) ৩০০০০

মূলধনের সুদ ও উত্তোলনের সুদ ৫০০০ ১০০০

------ ------
৪৪৫০০০ ৪৪৫০০০
------ ------
------ ------

সম্বয়সমূহ : (১) সমাপনী মজুত পণ্য ৪০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। উক্ত মজুত পণ্যের মধ্যে ৫,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে।

(২) মুনাফাবিহীন বিক্রয় ২,০০০ টাকা পণ্য বিক্রয়ের অন্তর্ভুক্ত রয়েছে।

(৩) মেশিন সংস্থাপন ব্যয় ২,৪০০ টাকা মজুরির অন্তভুর্ক্ত আছে। (মেশিনটি ০১-০১- ২০২১) তারিখে সংস্থাপন করা হয় ।

(৪) কলকব্জার উপর ১০% অবচয় ধার্য্য করতে হবে।

(৫) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৩,৫০০ টাকা। মোট বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে।

(৬) ম্যানেজারকে ২,০০০ টাকা কমিশন প্রদান করতে হবে।

Created: 11 months ago | Updated: 11 months ago