সাধারণ জ্ঞান - আন্তর্জাতিক বিষয়াবলী - শেনজেন চুক্তি

শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোকে তাদের জাতীয় সীমানা বিলুপ্তি করে দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে। শেনজেন চুক্তির উদ্দেশ্য ছিল সীমানাবিহীন একটি ইউরোপ তৈরি করা যা "শেঞ্জেন এলাকা" নামে পরিচিত হবে।

  •  স্বাক্ষরিত হয়- ১৯৮৫ সালে।
  • স্থান- লুক্সেমবার্গের শেনজেন শহরে।
  • ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু ১৯৯৫ সালে।
Content added By
বাণিজ্য চুক্তি
কর হ্রাস করা চুক্তি
অবাধ চলাচল সংক্রান্ত চুক্তি
এর কোনোটিই নয়
বাণিজ্য চুক্তি
অবাদ চলাচল সংক্রান্ত চুক্তি
করহ্রাস করা চুক্তি
অস্ত্রবিরতি
কোনটিই নয়
১৯৯৫ সালে ডেনমার্কে
১৯৮৪ সালে বেলজিয়ামে
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
১৯৯৬ সালে হাঙ্গেরিতে

Promotion