On This Page
সাধারণ বিজ্ঞান - জীব বিজ্ঞান - পাখি

পাখি (Aves)

পাখি ভার্টিব্রাটার উপপর্ব এভিস শ্রেণির প্রাণী। দেহ পালক দ্বারা আবৃত। যেমন-বাজপাখি (hawk/Falcon), ঈগল (Eagle), অ্যালবাট্রস (Albatross), শকুন (Vulture), হাঁস, মুরগি, কবুতর।

• সবচেয়ে দ্রুততম পাখি আগুনে বাজ (Peregrine falcon)

• সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড।

• সবচেয়ে বড় পাখি উটপাখি।

• সবচেয়ে বড় সামুদ্রিক পাখি আলবাট্রস। এরা সাধারণ পাখির তুলনায় আকারে অনেকটা বড় হয়। এদের দুই ডানার মাঝের বিস্তার ৩ মিটার এর বেশি হতে পারে যা এদের দৈহিক দৈর্ঘ্যের তুলনায় অনেক বেশি।

• গাঙচিল আকাশে দীর্ঘক্ষণ উড়তে পারে এবং এরা পাখিদের মধ্যে দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে।

• কিউই (Kiwi), পেঙ্গুইন (Penguin), উটপাখি (Ostrich), এমু (Emus) প্রভৃতি পাখি উড়তে পারে না। উটপাখি ভূচর পাখিদের মধ্যে দ্রুততম।

• পেঙ্গুইন পৃথিবীর দক্ষিণ মেরুবলয়ের আশেপাশে বাস করে। পেঙ্গুইন পানিতে খুব ভালো সাঁতার কাটতে পারে বিধায় দারুণভাবে শিকার করতে পারে।

• কিউই নিউজিল্যান্ডে পাওয়া যায়।

• কাঠঠোকরা পাখির জীব কন্টকময়।

 

Content added By
উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদি
পাখিপালন বিষয়াদি
বাজ পাখিপালন বিষয়াদি
উড়োজাহাজ ব্যবস্থাপনা
পাখির গায়ে বিদ্যুৎরোধী আবরণ থাকে
পাখির দেহের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না
বিদ্যুৎ স্পৃষ্ট হলেও পাখি মরে না
মাটির সঙ্গে সংযোগ হয় না
তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
অলৌকিকভাবে

Promotion

Promotion