SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

On This Page

Noun Clause

কোনো Clause যদি Noun-এর কাজ করে তবে তাকে Noun Clause বলে। Noun Clause সাধারনত  that, what, how, why, whether etc দ্বারা সূচিত হয়। আগেই উল্লেখ করা হয়েছে যে ৬টি বিষয় Noun-এর কাজ করে। কোনো Clause যদি এই ৬টি অবস্থানে আসে তাহলে তাকে Noun Clause হিসেবে গণ্য করতে হবে। সেই ৬টি বিষয় হলো :

A. Subject:

That he is very intelligent is known to me.

B. Object:

I know where he lives. 

Hints: Where দেখে অনেকে মনে করেন এটি Adverbial Clause। কিন্তু আসলে এটি know verb এর object হওয়ায় Noun Clause হবে।

He asked me why I was late.

Hints: Ask verb-টি একটি di-transitive verb বা দ্বিকর্ম বিশিষ্ট ক্রিয়া । Me হচ্ছে উহার ১ম object, আর উক্ত clause-টি হয় object হওয়ায় Noun Clause হয়েছে।

C. Preposition-এর object:

Listen to what I say.

We cannot depend on what he said.

D. Subject Complement:

The question is how he will respond.

E) Object Complement:

We named our house what he suggested.

You may call the man whatever you like.

F. Appositive:

The news that he has come back is not true.

Hints: এখানে Clause-টি necus-এর পরিচিতিমূলক বর্ণনা, তাই Noun Clause, কিন্তু that clause যদি nervs-কে modify করে তাহলে তা Adjective Clause হবে। যেমন—

The news that you gave me is not true.

Note: Subject + be verb + adjective + that clause হয় সেগুলোর That clause-কে Noun Clause হিসেবে গণ্য করা হয়। যেমন--

Tam glad that you have passed the exam.

It is obvious that he was wrong

Content added By

Promotion

Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.