SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Admission
বাংলা - সাহিত্যপাঠ - লেখক-পরিচিতি

বাংলাদেশের অন্যতম প্রধান কবি মহাদেব সাহা ১৯৪৪ খ্রিষ্টাব্দের ৫ই আগস্ট জন্মগ্রহণ করেন । তাঁর পৈতৃক বাড়ি পাবনা জেলার ধানঘড়া গ্রামে। তাঁর পিতার নাম গদাধর সাহা এবং মায়ের নাম বিরাজমোহিনী সাহা। কবির শিক্ষাজীবনের অধিকাংশ সময় কেটেছে বগুড়া এবং রাজশাহীতে । ১৯৬৮ খ্রিষ্টাব্দে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন ।

মহাদেব সাহার কবিতা মানবের সুখ ও দুঃখের এক চলমান উপাখ্যান । সমাজের প্রতি দায়বদ্ধতা, রাজনীতি-মনস্কতা মহাদেব সাহাকে টেনে আনে মাটি ও মানুষের কাছাকাছি। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ‘এই গৃহ এই সন্ন্যাস', ‘মানব এসেছি কাছে', 'চাই বিষ অমরতা', 'ফুল কই শুধু অস্ত্রের উল্লাস', 'কোথা প্রেম কোথা সে বিদ্রোহ', ‘বেঁচে আছি স্বপ্নমানুষ', ‘একবার নিজের কাছে যাই' প্রভৃতি । তিনি ১৯৮৩ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং ২০০১ খ্রিষ্টাব্দে একুশে পদকসহ আরও বহু পুরস্কারে ভূষিত হয়েছেন ।

Content added By
আবুল ফজল
আবদুল হাই
কাজেম আল কোরায়েশী
শেখ আজিজুর রহমান
রবীন্দ্রনাথ বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় উচ্চতর ডিগ্রি অর্জন করেন
রবীন্দ্রনাথ বাংলা ২২ শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্ধে জন্মগ্রহণ করেন
রবীন্দ্রনাথের প্রধান পরিচয় তিনি জগৎখ্যাত চিত্রশিল্পী ও নাট্যকার
এশীয়দের মধ্যে রবীন্দ্রনাথই প্রথম ’নোবেল পুরস্কার’ পান
শওকত আলী
শেখ আজিজুল হক
শেখ আজিজুর রহমান
শেখ ওসমান আলী

Promotion