Translate English to Bengali:

Appropriate central bank response to persistent fiscal dominance will vary according to specific country situations, but in all cases they need to be unrelenting in strong advocacy for fiscal restraint, insisting on stabilization of public debt and growth of tax bases in tandem with expansion of public expenditure, so as not to let sovereign borrowing levels strain financial stability. Also, central banks should maintain real interest rates at such levels to dissuade borrowing binge by public and private also be needed occasionally. Beside these steps in terms of traditional role in the private profit driven market economy framework, promotion of pursuit of socially responsible business ethos would help consulate stability, by curbing debt addiction and short term speculative profit seeking at the expense of log terms sustainability in the real and financial sectors. (Translate English to Bengali)

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

কঠোর রাজস্বনীতির প্রাধান্যের প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংকের যথাযথ তদারকি দেশের কিছু নির্দিষ্ট অবস্থার উপর নির্ভর করে, কিন্তু সকল ক্ষেত্রেই রাজস্ব নীতির নিয়ন্ত্রনের ব্যাপারে তাদের সর্বদা একটি শক্তিশালী ভূমিকা থাকবে। যেমন সরকারি ঋণ নিয়ন্ত্রনে স্থিরতা আণায়ন এবং সরকারি খরচ বৃদ্ধির সাথে সাথে কর ভিত্তির বৃদ্ধি বাড়াতে হয় যাতে রাজস্ব নীতির প্রয়োগ করে সার্বভৌম ঋণ সীমা  বেড়ে না যায়। কেন্দ্রীয় ব্যাংককেও প্রকৃত সুদের হার এমনভাবে নির্ধারণ করতে হয় যাতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ঋণ নেয়ার হিড়িক না পড়ে যায়। এটা করার জন্য মাঝে মাঝে বহির্বিশ্বের অসঙ্গত সস্তা মূলধন দেশে আসার ক্ষেত্রে করারোপ করা যেতে পারে। বেসরকারি মুনাফা ভিত্তিক বাজার কাঠামোর অর্থনীতি এই ঐতিহ্যগত ভূমিকার পাশাপাশি সামাজিক ব্যবসায় এর অগ্রসরতা দিকে ধাবিত হওয়া উচিৎ যা ঋণ গ্রহনের বাতিক ও দীর্ঘ সময়ে প্রকৃত ও দীর্ঘস্থায়ী মুনাফা অর্জনের বদৌলতে স্বল্প সময়ে মুনাফা অর্জনের মানসিকতাকে নিয়ন্ত্রণ করে অর্থনীতিকে শক্তিশালী করবে।

1 year ago

English

Please, contribute to add content.
Content
Promotion