SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

A train 400 meter long overtook a man walking along the line in the same direction at a speed of 5 km/hr and passed him in 40 seconds. The train reached the station in 20 minutes after it had passed the man. In what time did the man reach the station?

Created: 1 year ago | Updated: 9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, 400 মিটার দীর্ঘ একটি ট্রেন একই দিকে 5kmph বেগে চলমান একজন লোককে 40 সেকেন্ডে অতিক্রম করে। লোকটিকে অতিক্রম করার 20 মিনিট পরে ট্রেনটি স্টেশনে পৌঁছাল। লোকটি কখন স্টেশনে পৌছাবে? ট্রেনের বহুল ব্যবহৃত Shortcut সূত্রের মাধ্যমেও এই অঙ্কের সমাধান সম্ভব ।

আমরা জানি,  t = d1 +d2v1 - v2 [ট্রেন ও লোকটি একই দিকে গতিশীল বলে]

 40 = 400 + 0v1-5518 [এখনে, t = 40; ট্রেনের দৈর্ঘ্য d1 = 400 মিটার; লোকটির দৈর্ঘ্য ট্রেনের সাপেক্ষে, d2 = 0; v1 = ট্রেনের বেগ; v2 = লোকটির বেগ]

 v1 - 5 = 400 × 1840 × 5

 v1 - 5 = 36

∴ v1 = 36 + 5 = 41

অর্থাৎ ট্রেনটির গতিবেগ 41 kmph. [  20 মিনিট = 13 ঘণ্টা]

এখন, এই 413 km পথ লোকটি 5 kmph বেগে কত সময়ে অতিক্রম করবে সেটাই বের করতে হবে।

আমরা জানি, প্রয়োজনীয় সময় = দূরত্ব / বেগ  = 4135 = 413 × 15 = 4115 = 2 ঘণ্টা 44 মিনিট (answer)

উল্লেখ্য  4115 ঘণ্টাকে কিভাবে 2 ঘণ্টা 44 মিনিটে আনা হলো তা লক্ষ্য করুনঃ 

 

অতএব, 4115 = 2 1115 ঘণ্টা

এখানে, 1 ঘণ্টা = 60 মিনিট 

∴ 1115 ঘণ্টা = 60 × 1115 = 44 মিনিট

9 months ago

গণিত

.

Content added By
Content updated By

Related Question

View More

ক ৯ দিনে করে ১টি কাজ 

ক ১ দিনে করে ১/৯ অংশ 

আবার,

খ ১৮ দিনে করে করে ১টি কাজ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ

ক + খ একত্রে করে ( ১/৯ + ১/১৮) = ১/৬ 

খ ১ দিনে করে ১/১৮ অংশ 

খ ৬ দিনে করে ( ৬*১/ ১৮) = ১/৩ অংশ 

কাজ বাকি  ( ১- ১/৩) = ২/৩ অংশ 

ক+খ ১/৬ অংশ করে ১ দিনে 

ক+খ ২/৩ অংশ করে ( ৬*২/৩) = ৪ দিনে 

অতএব মোট সময় ( ৬+৪) = ১০ দিন ( উত্তর )  

10 months ago

ইংরেজিতে ফেল করেছে    (১০০- ৭০)%  =  ৩০% 

বাংলায় ফেল করেছে       (১০০- ৮০)%   = ২০% 

শুধু ইংরেজিতে ফেল করেছে = (৩০ - ১০)% = ২০% 

শুধু বাংলায় ফেল করেছে    = (২০ - ১০)% = ১০% 

উভয় বিষয়ে পাস করেছে     = ১০০% - (২০% + ১০% + ১০%) = ৬০% 

  প্রশ্নমতে, 

         শিক্ষার্থী সংখ্যা         ৬০%  = ৩৬০ জন

        শিক্ষার্থী সংখ্যা          ১%    = ৩৬০/৬০  জন

  ∴    শিক্ষার্থী সংখ্যা     ১০০%    = ৩৬০/৬০ ×১০০ জন

                                               = ৬০০০ জন। 

1 year ago

দেয়া আছে, 

দিন বাকি থাকে... (৮০-২০)=৬০ দিন

কাজ বাকি থাকে…(পূর্ন অংশ বা ১অংশ - ১/৫ অংশ)=৪/৫ অংশ

প্রশ্ন মতে,

          ২০ দিনে ১/৫ আংশ কাজ করে ৬০জন লোকে 

           ১   “       ১/৫  “            ” ৬০*২০ “ ”

           ১   “         ১   “            ” ৬০*২০*৫ “  ”

           ৬০  “      ৪/৫   ”        “   ৬০*২০*৫*৪/৬০*৫  ”  " 

                                                 = ৮০ জন

     অতিরিক্ত লোক লাগবে  (৮০-৬০)= ২০ জন (উওর)     

1 year ago