SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

মূলধন বাজার-Capital Market

(টিকা লিখুন)

Created: 1 year ago | Updated: 10 months ago

মূলধন বাজার (Capital Market)
যে সকল আর্থিক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে কারবার করে তাদের সমষ্টিকে মূলধন বাজার বলে। অর্থাৎ মূলধন বাজার বলতে দীর্ঘমেয়াদি ঋণের বাজারকে বোঝায়। মূলধন বাজারে শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি দীর্ঘ মেয়াদী ঋণের আদান-প্রদান হয়। মূলধন বাজারে যৌথ মূলধনী কোম্পানি, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও কর্পোরেশনসমূহ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি ছেড়ে মূলধন সংগ্রহ করে। যৌথ মূলধন কোম্পানিগুলো মূলধন বাজারে শেয়ার বিক্রি করে তাদের কারবারে মূলধন বা ইকুইটি সংগ্রহ করে। মূলধন বাজারের অধীনে বিভিন্ন স্থানে স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয় এবং এ সমস্ত স্টক এক্সচেঞ্জে শেয়ার, ডিবেঞ্চার, বণ্ড ইত্যাদির আদান-প্রদান হয়। বাংলাদেশের বর্তমানে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে। এদের একটি হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরটি হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।

ঢাকা স্টক এক্সচেঞ্জঃ পাকিস্তান আমলেই ঢাকায় স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয়। ১৯৫৪ সালে ঢাকায় 'পূর্ব পাকিস্তান স্টক এক্সচেঞ্জ এসোসিয়েশন লিমিটেড' নিবন্ধিত হয় এবং পরবর্তীতে এর ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ' নামকরণ করা হয়। ১৯৫৬ সালে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং কার্যক্রম শুরু হয় এবং ১৯৭১ সাল পর্যন্ত তা অব্যাহত থাকে। স্বাধীনতার পর ১৯৭২ সালে ব্যাংক ও বীমা কোম্পানিসহ দেশের সকল বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত হওয়ার ফলে স্বাভাবিক কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১৯৭৫ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের অর্থনৈতিক দর্শনেরও পরিবর্তন ঘটে ও দেশের শিল্প-বাণিজ্য খাতের বেসরকারিকরণ প্রক্রিয়া আরম্ভ হয় এবং ক্রমে তা প্রসারিত হতে থাকে। এ অবস্থার প্রেক্ষিতে ১৯৭৬ সালে মাত্র ১৩ কোটি ২৫ লক্ষ টাকার পরিশোধিত মূলধন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পুনরায় শুরু করা হয়। 

10 months ago

সাধারণ জ্ঞান

Please, contribute to add content.
Content

Related Question

View More