ধণাত্মক অর্থনীতি সম্পর্কে কোন মতভেদ দেখা দিলে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে সেগুলো গ্রহণ অথবা বর্জন করা যায়। অন্যদিকে, নীতিবাচক অর্থনীতির ক্ষেত্রে মতভেদ দেখা দিলে বাস্তব তথ্য দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো গ্রহণ বা বর্জন বা যায় না। ইতিবাচক অর্থনীতি তথ্যনির্ভর, এর সঙ্গে মূল্যবোধের কোনরূপ সম্পর্ক নেই।