জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কী ক্ষতি হতে পারে বলে আপনি মনে করেন?
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট জনেরা। তাঁদের আশঙ্ক সত্যি হলে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তপিয়ে যাবে। করলে কোটি কোটি মানুষ। খাদ্যশস্যের উৎপাদন হবে ব্যাহত, দুর্ভিক্ষ ও মহামারীর প্রকোপ বাড়বে, প্রতি হার । আপনা পরিবর্তনের ফলে বাংলদেশে যে সকল ঘটনা ঘটতে পারে তাদের মধ্যে উगा - ১, পৃষ্ঠ বৃদ্ধির কারণে প্রায় ১২০ হাজার বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হবে। ২. সুন্দরবনের অনেকাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে, করে জীববৈচিত্র ও উদ্ভিদ প্রজতি ধ্বংশ হবে । ৩. গ্রিষ্মের সময় প্রচন্ড তাপদাহে দেশের বিভিন্ন অঞ্চলে খরার প্রকোপ বাড়বে। ৪. আবহাওয়ার তারতম্যের কারণে ফসল উৎপাদন বিপুপভাবে ব্যাহত হবে। ৫. অতিবৃষ্টির কারণে বন্যার প্রকোপ বাড়বে। ৬. সামুদ্রিক লোনা পানি ভূ-অভ্যন্তরে প্রবেশ করে ভূগর্ভস্ত পানির পবণাক্ততা বাড়িয়ে দেবে। যার ফলে দেশে তীব্র খাবার পানির সংকট দেখা দেবে। ৭. জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলের গড় তাপমাত্রা বেড়ে যাবে, যার ফলে সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা ও পৌনঃপুনিকতা বাড়বে।