SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Job

State and proof the pascal's law of fluid in pressure. 

Created: 9 months ago | Updated: 9 months ago

প্রবাহীর চাপের প্যাসকেল-এর সূত্রের প্রমাণ (Proof of the Pascal's law of fluid pressure) 

চিত্রঃ এর ন্যায় সমকোণী ত্রিভুজ ABC আকৃতির অতিক্ষুদ্র তরল কণা বিবেচনা করি।

ধরি,

Px = তরল কণার উপর অনুভূমিক চাপের তীব্রতা,

Py = তরল কণার উপর উল্লম্ব চাপের তীব্রতা,

Pz = তরল কণার উপর কৌণিক চাপের তীব্রতা এবং

θ = কৌণিক তরল কণার কোণের পরিমাণ ।

এখন,

তরলের উল্লম্ব তল, AC-এর উপর চাপ, Px=Px×AC .............….….... (i) 

তরলের অনুভূমিক তল, BC-এর উপর চাপ, Py=Py×BC ...........…... (ii) 

এবং অনুরূপভাবে, কৌণিক তল, AB-এর উপর চাপ, Pz=Pz×AB...… (iii) 

যেহেতু, তরল কণা স্থির অবস্থায় আছে, তাই তরলের চাপের আনুভূমিক এবং উল্লম্ব উপাংশের যোগফল অবশ্যই শূন্য হবে।

বলগুলোকে আনুভূমিকভাবে বিশ্লেষণ করে—

Pz×sinθ=PX

বা, Pz×AB×sinθ=Px×AC [(i) ও (iii) হতে মান বসিয়ে]

চিত্রের জ্যামিতি থেকে আমরা পাই,

AB×sinθ=AC

Pz×AC=Px×AC বা, Pz=Px   ........... (iv)  

 

এখন বলগুলোকে উল্লম্বভাবে বিশ্লেষণ করে -

Pz=cosθ=Py-W [যেখানে, W = তরল কণার ওজন]

যেহেতু আমরা অতি ক্ষুদ্র ত্রিভুজাকার তরল কণা বিবেচনা করছি, তাই এর ওজন নগণ্য বিবেচনা করি-

Pz=cosθ=Py

বা, Pz×B×cosθ=Py×BC

চিত্রের জ্যামিতি থেকে আমরা পাই-

AB×cosθ=BC

Pz×BC=Py×BC

বা, Pz=Py   ........... (v)  

এখন সমীকরণ (iv) ও (v) থেকে আমরা পাই, Px=Py=Pz 

এভাবে, স্থির প্রবাহীর অভ্যন্তরে যেকোন বিন্দুতে চাপের তীব্রতা সকল দিকে সমান।

9 months ago

টেকনিক্যাল

Please, contribute to add content.
Content

Related Question

View More

প্রশ্নে বলা হচ্ছে, একটি ভগ্নাংশের লব 200% এবং হর 350% বাড়ানো হলে ভগ্নাংশটি হয় 512মূল ভগ্নাংশটি কত?

ধরি, ভগ্নাংশটির লব x এবং হর y

অতএব, ভগ্নাংশটি xy 

প্রশ্নমতে,  x+ x  200% y + y  350% 512

 x +200x100y +  350 y 100 = 512

 x+ 2x y+ 7y2 = 512

  3x2y+ 7y2 = 512

  3x9y2 = 512

 3x1 × 29y = 512

 2x3y = 512

xy =5 × 312 × 2 

  xy = 58

অতএব, মূল ভগ্নাংশটি  58

10 months ago
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.