Job

১১তম বিসিএস লিখিত || 1991

All Question

13. এখন দিন গিয়েছে। অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি, কেবল একটি বার মাত্র এই পথ দিয়ে চলার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুরপাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গােয়ালবাড়ি, ধানের গােলা পেরিয়ে- সেই চেনা চাউনি, চেনা মুখের মহলে আর একটি বারও ফিরে গিয়ে বলা হবে না। ইয়ে’! এই পথ যে চলার পথ, ফেরার পথ নয় আর ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম; দেখলুম, এই পথটি বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যতকাল যত পথিক চলে গেছে তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটি মাত্র ধূলিরেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে, সে একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সােনার সিংহদ্বার থেকে আর এক সােনার সিংহদ্বার। | (সারাংশ লিখুন)

Created: 1 year ago | Updated: 1 year ago

Press freedom takes influential place in a country. It represent citizen’s freedom of speech. Media can expose news without obstructer or any controls by government and organizations. There should not be control over the press. As press freedom is necessary for the preventability of corruption, development of economy and maintenance of democracy. One of the advantages of press freedom is it can help to control on the level of corruption. A country which has higher press freedom tends to lower corruption in government or some private’s agents (Brunetti & Weder, 2003). Sometimes countries might think press free threats the stable of political and it might easy be controlled by different organizations. However, again the most persuasive idea come.

1 year ago