Job

২৮ তম বিসিএস লিখিত || 2009

All Question

11. জীবনটা একটা রহস্য বলেই মানুষের বেঁচে সুখ । কিন্তু তাই বলে এ রহস্যের মর্ম উদ্যান করবার চেষ্টা যে পাগলামি নয় তার প্রমাণ, মানুষ যুগে যুগে এ চেষ্টা করে এসেছে এবং শতবার বিফল হয়েও অদ্যাবধি সে চেষ্টা থেকে বিরত হয়নি। পৃথিবীর মধ্যে যা সবচেয়ে বড়াে জিনিস তা জানবার ও বােঝবার প্রবৃত্তি মানুষের মন থেকে যে দিন চলে যাবে সে দিন মানুষ আবার পশুত্ব লাভ করবে। জীবনের যা-হয়-একটা অর্থ স্থির করে না নিলে মানুষ জান্যাপন করতেই পারে না এবং এ পদার্থের কে কি অর্থ- করেন তার উপর তার জীবনের মূল্য নির্ভর করে। এ কথা ব্যক্তির পক্ষেও যেমন সত্য, জাতির পক্ষেও তেমনি সত্য। দর্শন-বিজ্ঞান জীবনের ঠিক অর্থ বার করতে পারুক আর না পারুক, এ সম্বন্ধে অনেক ভুল বিশ্বাস নষ্ট করতে পারে। এও বড়াে কম লাভের কথা নয়। সত্য জানলেও মানুষের তেমন ক্ষতি নেই- মিথ্যাকে সত্য বলে ভুল করাই সকল সর্বনাশের মূল। (সারমর্ম লিখুন)

Created: 1 year ago | Updated: 1 year ago