SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় || অফিস সহায়ক (27-05-2016) || 2016

All Question

অ আ ক খ ( প্রাথমিক জ্ঞান) = তুমি তো বিজ্ঞানের অ আ ক খ জানো না, এ প্রজেক্ট করবে কীভাবে?

11 months ago

তামার বিষ (অর্থের কুপ্রভাব = তোমাকে তামার বিয়ে পেয়েছে, মানুষকে মানুষ মনে কর না ।

11 months ago

চোখে সাঁতার পানি (অতিরিক্ত মায়াকান্না = চোখে সাঁতার পানি এনে আর লাভ নেই, আমি সব বুঝে গেছি।

11 months ago

সোনার পাথর বাটি (অলীক বস্তু) = আমার সাধ্যে কুলালে অবশ্যই দেব কিন্তু যদি এখন সোনার পাথর বাটি চাও তবে আমি অপারগ।

11 months ago

                                                                                                                            ”সবার জন্য শিক্ষা”

  1. আমাদের দেশে সর্বজনীন শিক্ষা বলতে মূলত মৌলিক শিক্ষাকে বোঝায়, যা প্রধানত প্রাথমিক শিক্ষার মাধ্যমে দেয়া হয়। 
  2. বাংলাদেশ সরকার আশির দশকে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অনুধাবন করে প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক করেছে। 
  3. প্রাথমিক শিক্ষার দ্বারা শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্নিক, নৈতিক এবং মানবিক বিকাশ এবং উন্নয়ন সাধন হয়। 
  4. দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সর্বজনীন শিক্ষার তথা প্রাথমিক শিক্ষার বিকল্প নেই। 
  5. আমাদের জাতীয় জীবনের অধিকাংশ সমস্যার সমাধান শিক্ষিত জনগোষ্ঠীর দ্বারা হয়ে থাকে। 
  6. প্রাথমিক শিক্ষার ভিত্তিভূমি দুর্বল হলে তা ব্যক্তির ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক ও জাতীয় জীবনে প্রভাব ফেলে । 
  7. সর্বজনীন প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। 
  8. সর্বজনীন শিক্ষা নিশ্চিত করতে প্রতিবছর সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয় । 
  9. বাংলাদেশে ৬-১০ বছর বয়সী ছেলেমেয়েদের জন্য ১৯৮০ সালে সর্বজনীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। 
  10. সর্বজনীন শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সমস্যাসমূহ দূর করে এর মানোন্নয়ন জাতীর ভবিষ্যতের জন্য অতীব জরুরি।
11 months ago