Job

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকার শিক্ষা মন্ত্রণালয় || সাঁট মুদ্রাক্ষরিক কাম- কম্পিউটার অপারেটটর/ অডিটর/ ক্যাটালগার (27-05-2016) || 2016

All Question

                                                                                                ‘‘সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা”

বাংলাদেশে ২০০৮ সাল থেকে সৃজনশীল পদ্ধতির শিক্ষা আরম্ভ হয়। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যাচাই করা হয়ে থাকে। শিক্ষার্থীরা পাঠ্য বই এর বিষয়বস্তু কতটা বুঝতে পারছে তা যাচাই করা হয়। সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হবে সে সম্পর্কে শিক্ষার্থীদের কোন পূর্ব ধারণা থাকেনা। নির্দিষ্ট সিলেবাস থেকে তাদের প্রশ্ন করা হয় এবং শিক্ষার্থীদেরকে নিজেদের মত করে উত্তর দিতে হয়। এ পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে কোন প্রশ্নের উত্তর হুবহু মুখস্ত করতে হয় না। সিলেবাসের বিষয় বুঝে ও উপলব্ধি করে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাতে পারে। সৃজনশীল পদ্ধতির প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা সহজে দিতে পারে বলে অকৃতকার্যের হার কমবে। আর একই প্রশ্নের পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা নেই বলে নকল ও অসদ উপায় গ্রহণেরও পদ্ধতি নেই ।

10 months ago

                                                                                                          “Begum Rokeya”

Begum Rokeya Sakhawat Hossain was a pioneering role in awakening Muslim women. She was born on 9 December 1880 into a landed family of Pairaband, Rangpur. Rokeya realised that women could be freed from their shackles only if they were educated and became independent economically. She started a school for Muslim girls at Bhagalpur with only five students. Rokeya ran the school for twenty four years, facing hostile criticism and various social obstacles, and made it one of the best seat of learning available for Muslim girls. Rokeya died in Calcutta on 9 Decembe 1932.

10 months ago