SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

পিএসসি’র নিয়োগ লিখিত পরীক্ষা (2017) || 2017

All Question

                                                                                                      ”Women Empowerment”

women. It refers to an environment where there is no gender bias and have equal rights in community society and workplaces. Women population is around 50% of the total population of the world. They have every right to be treated equally with men in every spheres of life and society. The empowerment of women would result in overall development of society both at micro and macro level. Active participation of women in economic activities and decisions, would contribute towards overall economic development. As we all are well aware of the women situation in the country through news on TV, newspaper or magazines. Various had practices, incidents and accidents are happening with women in India. Despite India is a country of rich heritage, tradition, culture, etc, its women are not treated as equal as men in the society. Women here are considered as Lakshmi of they are exploited behind the curtain even by their rude family members. Girls are not given the same facilities in the home like boys which indicates that people have gender inequality in their mind. home however same Women in India are considered as the second grade citizen in their own country.It is hard to believe about the possibility of women empowerment in India even after lots of acts, projects, campaigns, etc are run especially for this purpose. Because there is need to change mind set of people towards women in the society. Last few years rape crimes against women in the national capital was really very surprising and it was more shocked that it happened in the city headed by a woman Chief Minister.
Women empowerment cannot occur until gender discrimination exists in the country.

10 months ago

As part of the Power Sector Master Plan, Bangladesh Power Development Board (BPDB) has taken a plan to add about 11,600 MW of generation capacity to the national grid in the next five years. Its aim is to provide quality and supply electricity to all the people of the country for desired economic and social development. This will involve exapnding the system to keep pace with growing demand and reducing system loss to a significant extent.

10 months ago

মানবজীবনে ধন-সম্পদের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু ধন-সম্পদের প্রকৃত গুরুত্ব নির্ভর করে মানুষের কল্যাণে ও সামাজিক অগ্রগতিতে তা কাজে লাগানোর ওপর। ধন-সম্পন্ন যদি অপরিমিত পরিভোগ ও বিপুল বিলাসিতায় ব্যয় হয় তবে অর্থ তার মৌলিক উদ্দেশ্য ও তাৎপর্য হারায়। অপচয় না করে মানবকল্যাণে ও সামাজিক অগ্রগতিতে ব্যয় করতে পারলেই ধন- সম্পদের প্রকৃত মূল্যায়ন হয়। ধন-সম্পদের প্রকৃত তাৎপর্য তার সদ্ব্যবহারের সঙ্গেই সম্পৃক্ত। অর্থ-বিত্তের যারা মালিক তারা অনেকেই এ কথা বোঝেন না বা বুঝতে চান না। অনেকেই নানাভাবে বিপুল বিত্ত-বৈভবের মালিক হন। তারা সে সম্পদ ব্যয় করেন বিপুল বিলাসিতা ও ভোগ লালসা চরিতার্থতার পেছনে। এ অপব্যয় অর্থের সদ্ব্যবহার নয়। তা ব্যক্তিগত অপরিমিত বিনোদনের খোরাক জোগায় বটে, কিন্তু সমাজের কোনো কাজে আসে না। অপব্যয়ী ও বিলাসীরা ভুলে যান যে, প্রায় ক্ষেত্রেই তারা যে কিন্তু সম্পদের মালিক হন তার পেছনে রয়েছে সমাজের দরিদ্র-নিপীড়িত জনগনের শ্রম। তাদের ধন-সম্পদে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর অধিকার রয়েছে। যে সমাজে মানুষ নিরন্ন ও নিরাশ্রয় অবস্থায় ঝুঁকে ধুঁকে মরে সে সমাজে বিলাসিতায় গা ঢালা রীতিমত অনায়া। দারিদ্র পীড়িত সমাজে বিলাসিতার পেছনে অপরায় কোনো গৌরবের ব্যাপার হতে পারে না। বিলাসিতা এ ক্ষেত্রে সম্পদের অপচয় মাত্র। যে ধন কোল ভোগের পেছনে যায় হয়, সমাজের কোনো কল্যাণে আসে না তা যথার্থ অর্থে  ধন নয়। সামাজিক স্বার্থ জলাগুলি দিয়ে সম্পদের অপব্যয় কখনো সমর্থনযোগ্য হতে পারে না। ধন-সম্পদ মানবকল্যাণে যত বে বায় হয়, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য যদি কাজে লাগানো যায় তবেই ধন-সম্পদের প্রকৃত মূল্যায়ন হয়। সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে দেশে নতুন নতুন কর্মোদ্যোগ গ্রহণ করে উন্নয়ন সাধন করা হলে, মানুষের জন্য কাজের পরিসর বৃদ্ধি করা হলে ধন-সম্পদ সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য নিয়ে আসে। বস্তুত ভোগবিলাসিতা ধনকে অপচয়ের পথে নিয়ে যায়। সমাজের মঙ্গল সাধনের মধ্যেই ধন গায় তার তাৎপর্যময় গুরুত্ব।

10 months ago

জানুয়ারি, পণ্যের মূল্য = ৮০,০০০ টাকা

মাস শেষে, ৪০% বৃদ্ধিতে পণ্যের  মূল্য = {৮০,০০০+(৮০,০০০×৪০%)} টাকা

= (৮০,০০০+৩২,০০০) টাকা = ১,১২,০০০ টাকা

ফেব্রুয়ারি মাসে, ২০% হ্রাসে পণ্যের মূল্য  = {১,১২,০০০-(১,১২,০০০×২০%)} টাকা

= (১,১২,০০০-২২,৪০০) টাকা = ৮৯৬০০ টাকা

আবার, মার্চ মাসে ২৫% বৃ্দ্ধিতে পণ্যের মূল্য = {৮৯৬০০+(৮৯৬০০×২৫%)} টাকা

=(৮৯৬০০+২২৪০০) টাকা = ১১২০০০ টাকা

মাসের শেষে পণ্যের মূল্য জানুয়ারি মাসের শতকরা একই ছিল।

10 months ago

দেয়া আছে, বর্গক্ষেত্রের পরিসীমা = ২৪ ফুট

বর্গক্ষেত্রের এক বাহু = (২৪/৪) = ৬ফুট

 বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৬×৬) = ৩৬ বর্গফুট

আয়তক্ষেত্রের প্রস্থ = ৪ ফুট

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = (৩৬ /৪) ফুট = ৯ ফুট

 আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (৪+৯) ফুট = ২×১৩ ফুট = ২৬ ফুট

উত্তর: ২৬ ফুট। 

10 months ago

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট এক ইনিংসে প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল।

10 months ago

Carbon copy- এটি মূল প্রাপক ভিন্ন অন্য কাউকে প্রেরণ করার জন্য দেওয়া (cc) হয়।

10 months ago