SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

জাতীয় নদী রক্ষা কমিশন || ক্যাশিয়ার/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/ডাটা এন্টি অপারেটর (08-25-2019) || 2019

All Question

দূষণের কারণঃ 

  • অপ্রয়োজনীয় বর্জ্য নদীতে দেওয়ার কারণে নদী দূষণ হয় । 
  • দ্রুত ও অনির্বাচিত নগরায়ন ও শিল্পায়ন, ইট-ভাটা উন্নয়ন, ডাইনিং কারাখানা, ট্যানারী ইত্যাদি নদী দূষণের অন্যতম কারণ। 
  • কৃষকের নদীতে পাট পচাতে দেন যার মাধ্যমে নদী দূষিত হয়। 
  • নৌকা ও জাহাজ হতে তেল নিঃসরণের ফলে নদী দূষিত হয়। 
  • কৃষি জমিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার হওয়ার দ্বারা নদী দূষণ হচ্ছে।

প্রতিকারঃ 

  • অপ্রয়োজনীয় বর্জ্য নদীতে ফেলা যাবে না। এর জন্য বর্জ্য শোধনাগার তৈরি করতে হবে।
  • পরিকল্পিত গনরায়ন গড়ে তুলতে হবে। 
  • বেশি পরিমাণ বৃক্ষ রোপন করতে হবে। 
  • নৌকা ও জাহাজ যথাযথভাবে মেরামত করতে হবে। যাতে তা হতে তেল নিঃস্বরণ না হয়।
  • শিল্প কারখানা ও ইটভাটা নদী হতে দূরে নির্মাণ কমাতে হবে।
10 months ago