Job

বাংলাদেশ সুপ্রিম কোর্ট || ব্যক্তিগত কর্মকর্তা (11-10-2020) || 2020

All Question

We went to the meeting despite of our heavy burden of work in the office.

= We went to the meeting in spite of our heavy burden of work in the office.

অফিসে অনেক কাজের চাপ থাকা সত্ত্বেও আমরা মিটিংয়ে গিয়েছিলাম)।

10 months ago

মুক্তিযুদ্ধে অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল ১০নং নম্বর সেক্টরের অধীনে ছিল। ১০নং সেক্টরের কমান্ডার বা প্রধান ছিলো নৌবাহিনীর আটজন বাঙালি কর্মকর্তা এবং এর সদর দপ্তর ছিলো নৌবাহিনীর কমান্ডারের অধীনে ।

10 months ago

স্বাধীন বাংলাদেশে নির্মিত দেশের প্রথম সমুদ্র বন্দরের নাম পায়রা সমুদ্র বন্দর। এটি পটুয়াখালী জেলায় অবস্থিত এবং দেশের তৃতীয় সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দর ২০১৬ সালের ১৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

10 months ago

বাংলাদেশ সংবিধান অনুসারে যুদ্ধ ঘোষণা করতে পারে জাতীয় সংসদ। মূলত যুদ্ধ ঘোষণা করে রাষ্ট্রপতি তবে সেটি অবশ্যই জাতীয় সংসদে উত্থাপন করে সম্মতি নিতে হয়।

10 months ago

শান্তিতে অবদান রাখার জন্য বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০ অক্টোবর, ১৯৭২ সালে 'জুলিও কুরি' পদকে ভূষিত করে। আর এই পুরস্কার প্রদান করা হয় ২৩ মে, ১৯৭৩ সালে ।

10 months ago

গোলাম মোস্তফা রচিত কিছু কাব্যগ্রন্থঃ রক্তরাগ (১৯২৪), খোশরোজ (১৯২৯), কাব্যকাহিনি (১৯৩২), সাহারা (১৯৩৬), হাস্নাহেনা (১৯৩৮), বুলবুলিস্তান (১৯৪৯), তারানা ই পাকিস্তান (১৯৫৬), বনি আদম (১৯৫৮), গীতি সঞ্চয়ণ (১৯৬৮) ইত্যাদি ।

10 months ago

'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান (১৯৬২) রচিত প্রতীকধর্মী উপন্যাস। ‘ক্রীতদাসের হাসি' উপন্যাসে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে। এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত ।

10 months ago

হেপাটাইটিস সি ভাইরাস আবিস্কারের জন্য ২০২০ সালে চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেয়েছেন তিনজনঃ হার্ডি জে অল্টার (যুক্তরাষ্ট্র), চালর্স এম রাইস (যুক্তরাষ্ট্র) এবং মাইকেল হটন (যুক্তরাজ্য) আর কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য পদার্থবিজ্ঞানে তিন বিজ্ঞানীকে ২০২০ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়। এরা হলেনঃ যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘রজার পেনরোজ', জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর এক্সট্রাটেরিস্ট্রিয়াল ফিজিকস এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের 'রেইনহার্ড গেনজেল' এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের 'আন্দ্রে গেজ'। উল্লেখ্য, জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য রসায়ন বিভাগে ২০২০ সালে পুরস্কার পেয়েছেন ফ্রান্সের ২জন নাগরিক ইমানুয়েল শার্পেত্তি এবং জেনিফার ডুডনা। নিলাম তত্ত্ব এবং নতুন নিলাম ফরমেটের প্রতিচ্ছবিগুলোর আবিস্কারের জন্য ২০২০ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন (২ জন) পল আর মিলগ্রাম (যুক্তরাষ্ট্র) এবং রবার্ট বি উইলসন (যুক্তরাষ্ট্র)। কাব্যিক কণ্ঠ যা নিরলস সৌন্দর্য স্বতন্ত্র অস্তিত্বকে সর্বজনীন করে তোলে এই জন্য ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক 'লুইস গ্লুক'। সংঘাত এবং যুদ্ধকবলিত এলাকগুলোতে ক্ষুধা নিরসনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাতিংঘের অঙ্গ সংস্থা 'বিশ্ব খাদ্য কর্মসূচি' বা ‘World Food Programme' (WFP).

10 months ago

নাগার্নো-কারাবাখ অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে আজারবাইজানের হলেও সেটি জাতিগতভাবে আর্মেনিয়াদের নিয়ন্ত্রণে। এটি দুই দেশের মধ্যে একটি সংঘাতপূর্ণ অঞ্চল। স্বঘোষিত একটি কর্তৃপক্ষ দাবি করেছে যে, তাদের আঞ্চলিক রাজধানী স্টেপানাকার্ট।

10 months ago

আল-কুদস দিবস বা আন্তর্জাতিক আল-কুদস দিবস প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার পালিত হয়ে থাকে যা ১৯৭৯ সালে ইরানে শুরু হয়েছিল। এই দিবস পালনের উদ্দেশ্য হলো ফিলিস্তিনী জনগণের সাথে একাত্মতা প্রকাশ এবং ইসরাইল কর্তৃক জেরুজালেম দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ । জেরুজালেম শহরের অপর নাম 'কুদস' বা ‘আল-কুদস’ (আরবী ভাষায়)।

10 months ago

‘Power Point' এর চারটি ব্যবহার হলোঃ 

০১. অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কোন বিষয়কে দর্শকের কাছে বড় পর্দায় প্রদর্শন করার জন্য Slide তৈরি করে Slide show করা হয়। 

০২. কোন রিপোর্ট, প্লান বা এজাতীয় অন্যান্য বিষয়কে Power Point এ উইজার্ড ব্যবহার করে অতি সহজে উপস্থাপনা করা যায়। 

০৩. প্রেজেন্টেশন আকর্ষনীয় করতে এতে ডিজিটাল ভিডিও এবং সাউন্ড যোগ করা যায়। 

0৪. Power Point এ তৈরিকৃত বিভিন্ন ডকুমেন্ট অন স্ক্রিনে শো করা ছাড়াও প্রিন্টারের সাহায্যে ডকুমেন্ট হিসেবে প্রিন্ট করা যায়।

10 months ago

ইলেকট্রনিক চক্ষু বলতে রাডারকে বোঝায়। জাহাজ বোমারু বিমান, মিসাইল ইত্যাদির চিত্র রাডারের সাহায্য দেখা যায়। তাই একে ইলেট্রনিক চক্ষু বলে।

ইলেকট্রনিক মস্তিস্ক বলতে কম্পিউটারকে বোঝায়। এটি মানুষের মস্তিস্কের মতো চিন্তাভাবনা করে যাবতীয় সমস্যার সমাধান করতে পারে বলে একে ইলেকট্রনিক মস্তিস্ক বলে।

10 months ago

কার্বন ডাই অক্সাইড (CO2) একটি প্রাকৃতিক রাসায়নিক যৌগ যা দুইটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণু দিয়ে গঠিত । বায়ুমণ্ডলে কার্বণ-ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান দুটি কারণঃ প্রধান কারণ গাছপালা কমে যাওয়া এবং নগরায়ন ও শিল্পায়নের বৃদ্ধি ।

10 months ago

ধরি, চৌবাচ্চাটির ধারণক্ষমতা x লিটার

নলটি ১২ মিনিটে পূর্ণ করে x লিটার

∴ নলটি ১ মিনিটে পূর্ণ করে xলিটার

আবার, নলটি ১ মিনিটে খালি করে ১৫ লিটার

প্রশ্নমতে, x - = x

বা, x-x = 

বা, x - x = 

বা, x =  × 

 x =  × = 

অর্থাৎ চৌবাচ্চাটির ধারণ ক্ষমতা ২৪০ লিটার। (উত্তর)

10 months ago

১০টি লিচুর ক্রয়মূল্য  = ১০ টাকা

∴ ১টি লিচুর ক্রয়মূল্য =  = টাকা

আবার, ৮টি লিচুর ক্রয়মূল্য = ১০ টাকা

∴ ১টি লিচুর ক্রয়মূল্য =  = . টাকা

∴  গড়ে একটি লিচুর ক্রয়মূল্য ==  + . = . টাকা

আবার, ৯টি লিচুর বিক্রয়মূল্য = ১০ টাকা 

∴  ১টি লিচুর বিক্রয়মূল্য  = . টাকা 

অতএব, ক্ষতি হয় = ১.১২৫ - ১.১১১ = ০.০১৪

∴ শতকরা ক্ষতি হয় . × .%  = = ১.২৪% (উত্তর)

10 months ago