SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

সাধারণ বীমা কর্পোরেশন || কন্ট্রোল অপারেটর ( গ্রেড-16) (07-11-2020) || 2020

All Question

ওরাকল সাধারণত ডাটাবেজ প্রোগ্রাম। ওরাকল ডেটাবেজের মধ্যে ডেটা সংরক্ষণ করার জন্য একটি টেবিল তৈরি করে নিতে হয়। আর এই টেবিলের মধ্যে কোন ধরনের ডাটা থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়। উল্লেখ্য, ওরাকল ডেটাবেজ সাধারণত Oracle RDBMS বা Oracle নামে পরিচিত। এটি অবজেক্ট রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম যা Oracle বাজারজাত করে। ১৯৭৭ সালের ১৬ জুন Software Development Laboratories (SDL) Oracle Software উন্নয়ন করেন। Oracle এর প্রতিষ্ঠাতা হলেন Larry Ellison, Bob Miner এবং Ed Oates.

9 months ago

ই-মেইল একাউন্টে প্রায়ই কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইল পাওয়া যায় যা আমাদের বিরক্তি ঘটায়। এই ধরনের ই-মেইলকে সাধারণত Spam মেইল বলে। এই Spam মেইলগুলো Security এবং Privacy এর ক্ষেত্রে কোন হুমকি নয়। ভুয়া এবং অযাচিত মেইল এখানে জমা হয়।

9 months ago

কক্সবাজারের ঝিলংজায় বাংলাদেশের প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত। আর দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং অবস্থিত কুয়াকাটায়। উল্লেখ্য, সাবমেরিন ক্যাবল হলো সাগরের তলদেশে স্থাপিত এক ধরনের ফাইবার অপটিক ক্যাবল যা টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়। আর বাংলাদেশের 'সাবমেরিন ক্যাবল' প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন।

9 months ago