SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

জনপ্রশাসন মন্ত্রণালয় || সরকারি যানবাহন অধিদপ্তর || অফিস সহকারী / কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (23-10-2021) || 2021

All Question

দেয়া আছে, জেসমিন : আবিদা = ৩ : ২ = ১৫ : ১০

আবার, আবিদা : আনিকা = ৫ : ১ = ১০ : ২

∴ জেসিমন : আবিদা : আনিকা = ১৫ : ১০ : ২

ধরি, জেসমিনের বয়স ১৫x মাস; আবিদার বয়স ১০x মাস এবং আনিকার বয়স ২x মাস।

প্রশ্নমতে, ২x = ৪২       [কারণ, ৩ বছর ৬ মাস = ৩৬ + ৬ = ৪২ মাস]

 x =  = 

আনিকার বয়স =   ×  = ৪২ মাস এবং জেসমিনের বয়স =   ×  = ৩১৫ মাস।

অতএব, আনিকার বয়স জেসমিনের বয়সের শতকরা  =  ×  % =  % = . %

10 months ago

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী অদ্যাবধি এই পর্যন্ত অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ পেয়েছে ১৫টি ভাষায় (বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, জাপানি, চৈনিক, আরবি, ফরাসি, তুর্কি, স্প্যানিশ, অসমীয়া, নেপালি, রুশ, ইতালিয়ান এবং মালয়)। মনে রাখবেন অনূদিত ১৪টি ভাষায়। আর গ্রন্থটি সর্বশেষ মালয় (২০১৯ সালে) ভাষায় অনূদিত হয়।

10 months ago

বাংলাদেশের সর্বশেষ ঘোষিত উপজেলা দুটি হলো মাদারীপুরের ডাসার এবং কক্সবাজারের ঈদগাঁও। উল্লেখ্য, তৃতীয় উপজেলা হলো সুনামগঞ্জের মধ্যনগর। বর্তমানে ৪৯৫টি উপজেলা রয়েছে ।

10 months ago

মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ জুন মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছহিউদ্দীন বিশ্বাস । (২০২৩ সাল)

10 months ago