Job

মৎস অধিদপ্তর || হ্যাচারি টেকনিশিয়ান (02-04-2022) || 2022

All Question

He is an MBA student.  

বাক্যের অর্থঃ তিনি একজন এমবিএ-এর ছাত্র।

9 months ago

The Bengalis are freedom loving.  

বাক্যের অর্থঃ বাঙালীরা স্বাধীনতাপ্রিয় জাতি ।

9 months ago

Children are fond of the yellow of an egg.  

বাক্যের অর্থ: শিশুরা ডিমের কুসুম পছন্দ করে ।

9 months ago

Anupam is the best boy of the class.  

বাক্যের অর্থঃ অনুপম ক্লাসের সবচেয়ে ভালো ছেলে ।

9 months ago

১ম রাশি, x3 + x2y= x2(x + y)

২য় রাশি, x2y + xy2= xy (x + y)

৩য় রাশি, x3 + y3 = (x + y) (x2 - xy + y2 )

৪র্থ রাশি, x + y3 = (x + y) (x + y) (x + y)

∴ নির্ণেয় ল.সা.গু. = x2y (x + y) (x + y) (x + y) (x2 xy + y2) 

= x2y (x + y)2 x3 + y3

9 months ago

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত কারাগারে থাকাকালীন অবস্থায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ লেখা শুরু করেন। বঙ্গবন্ধুর জীবনের ১৯৩৯ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলি নিয়ে কাহিনীটি লিপিবদ্ধ করা হয়। বইটি প্রকাশিত হয় ২০১২ সালে। ‘অসমাপ্ত অত্মজীবনী' গ্রন্থটির ইংরেজি অনুবাদক হলেন অধ্যাপক ফখরুল আলম। আর বইটির ইংরেজি নাম হলো “The Unfinished Memoirs' বা 'স্মৃতিকথা'। উল্লেখ্য, ‘কারাগারে রোজনামচার' ইংরেজি নাম হলো ‘Prison Diaries' এবং 'আমার দেখা নয়া চীন' এর ইংরেজি নাম হলো ‘New China-1952'.

9 months ago

স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে ১১টি (বিভক্ত করেন কর্নেল এম এ জি ওসমানী) সেক্টরে বিভক্ত করা হয়েছিল ১১ জুলাই ১৯৭১ সালে। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ১০নং সেক্টর সরাসরি প্রধান সেনাপতির অধীনে ছিল। সম্মুখ সমরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য ৩টি (জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স) নিয়মিত ব্রিগেড গঠন করা হয়। আর ‘মুজিবনগর’ ৮নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল ।

9 months ago

১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতারা একটি সম্মেলনের আহ্বান করেন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোর পৌছান। সম্মেলনে বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘ছয় দফা’ প্রস্তাব পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখ্যান করেন। বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করেন এবং ছয় দফা সাংবাদিকদের সামনে প্রকাশ করে ঢাকায় ফিরে আসেন। একুশে ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে ‘আমাদের বাঁচার দাবিঃ ছয়-দফা কর্মসূচী' শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়।

9 months ago

পদ্মা সেতুটির মোট স্প্যান ৪১টি এবং পিলার ৪২টি। উল্লেখ্য, প্রথম স্প্যান বসানো হয় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ সালে (৩৭ এবং ৩৮ নং পিলারে) এবং সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয় ১০, ডিসেম্বর, ২০২০ সালে (১২ এবং ১৩ নং পিলারে)।

9 months ago

বাংলাদেশের সংবিধানে ১টি প্রস্তাবনা, ৭টি তফসিল ও ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে । সমগ্র সংবিধান ১১টি ভাগে বিভক্ত।

9 months ago

নিঝুম দ্বীপ অবস্থিত হাতিয়া, নোয়াখালীতে। উল্লেখ্য, নিঝুম দ্বীপকে ‘সামুদ্রিক সংরক্ষিত এলাকা' হিসেবে ঘোষণা করা হয়। বাংলাদেশ মৎস্য জলসীমার অভ্যন্তরে ‘নিঝুম দ্বীপ সামুদ্রিক সংরক্ষিত (Marine Reserves) এলাকা' হিসেবে ঘোষণা করা হয়।

9 months ago

মৎস সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ইলিশ (যা জাটকা নামে পরিচিত) ২৫ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি এর মাছ ধরা দণ্ডনীয় অপরাধ । আর বাংলাদেশের ইলিশ ৬ আগস্ট ২০১৭ সালে ভৌগোলিক নির্দেশক বা GI পণ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে ।

9 months ago

জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য দেশ। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুইবার অস্থায়ী সদস্যপদ লাভ করে। আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য পাঁচটি এবং অস্থায়ী সদস্য দশটি। এ পরিষদের স্থায়ী সদস্য হলোঃ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও চীন।

9 months ago

৬ জুন ১৯৯৭ সালে থাইল্যান্ডের ব্যাংককে অর্থনৈতিক সম্ভাবনাময় ক্ষেত্রগুলো থেকে পূর্ণ সুবিধা ভোগ করার লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর সাথে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা জোট Bay of Bengal Initiative for Multi Sectoral Technical and Economic Co-operation (BIMSTEC) গঠিত হয়। এর সদর দপ্তর ঢাকায়। 

BIMSTEC এর সদস্য দেশগুলো হলোঃ বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল এবং ভুটান।

9 months ago