SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

মৎস্য অধিদপ্তর || অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর (08-04-2022) || 2022

All Question

অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুযায়ী, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের ১২.১৫ শতাংশ আসে ইলিশ থেকে। আর জিডিপি'তে ইলিশের অবদান ১%।

9 months ago

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য তারামন বিবি এবং ডাঃ সিতারা বেগম কে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়।

9 months ago

১৯৬৮ সালের ১৮ জানুয়ারি ঢাকায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়। এ মামলার মোট আসামি ছিল ৩৫ জন এবং প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মামলার একমাত্র জীবিত সদস্য সাবেক ডেপুটি স্পিকার লে. কর্ণেল শওকত আলী ।

9 months ago

Poet of Politics বা ‘রাজনীতির কবি' উপাধি দিয়েছিলেন মার্কিন নিউজউইক ম্যাগাজিন ৫ এপ্রিল, ১৯৭১ সালে।

9 months ago

আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আমাজন নদী দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। আমাজন অরণ্যের আয়তন ৫৫,০০,০০০ বর্গকিলোমিটার। ৯টি দেশ জুড়ে এই অরণ্য বিস্তৃত । আমাজন অরণ্যের ৬০% রয়েছে ব্রাজিলে, ১৩% রয়েছে পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা।

9 months ago

পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি

9 months ago

২২ তম বিশ্বকাপ ফুটবল ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০২৬ সালের ২৩তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায় ।

9 months ago

CPU এর সাথে সরাসরি যুক্ত কম্পিউটারের অভ্যন্তরীণ স্মৃতিকে প্রধান স্মৃতি বলা হয় । ডাটা ইনপুট হিসেবে প্রবেশ করানোর পর তা প্রক্রিয়াকরণের সময় প্রধান স্মৃতিতে অবস্থান করে। যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন এ মেমরী হতে ডাটা মুছে যায় । তাই প্রধান মেমরীকে ভোলাটাইল মেমরীও বলা হয়। 

প্রধান মেমরী দুই ধরণের হয়ঃ 

০১. প্রাইমারী মেমোরী এবং  ০২. সেকেন্ডারি মেমরি- স্টোরেজ ডিভাইস।  মেমরি পরিমাপের একক হচ্ছে বাইট ।

9 months ago