SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় || অফিস সহায়ক (15-04-2022) || 2022

All Question

দেওয়া আছে, x2 + y2 +5xy

= (x + y)2  2xy + 5xy = (x + y)2 + 3xy

= 72 + 3 × 10 [মান বসিয়ে]

= 49 + 30

= 79

9 months ago

যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০°-র সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে ।

9 months ago

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান্তরাল তাকে সামান্তরিক বলে ।

9 months ago

বাংলাদেশের সাংবিধানিক নাম ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'। এর ইংরেজি নামঃ The People's Republic of Bangladesh.

9 months ago

মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী মুজিবনগর সরকার গঠিত হয় । ১৯৭১ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল তারিখে। ১৯৭১ সালের ১৭ এপ্রিল এই সরকারের মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ গ্রহণ করেন।

9 months ago

শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ (বাংলার ১৩২৭ সনের ২০ চৈত্র), রোজ মঙ্গলবার | রাত ৮ টায় ব্রিটিশ ভারতের তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে শেষ । পরিবারের এক টিনের ঘরে জন্মগ্রহণ করেন। ৬ জন ভাই-বোনের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়।

9 months ago

আগ্রা তাজমহলের নির্মাতা ছিলেন সম্রাট শাহজাহান। উল্লেখ্য, মোগল সাম্রাজ্যের উদ্যানে তাজমহল নির্মাণ করা হয়। যারা পাশ দিয়েই বয়ে চলেছে যমুনা নদী। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে। এটি নির্মাণ করেন। ১৬৩২ সালে এটি নির্মাণ শুরু হয়; মসজিদ ও দক্ষিণে মূল প্রবেশদ্বার বাইরের উদ্যান যুক্ত করে নির্মাণকাজ সম্পন্ন হয় দীর্ঘ ২১ বছর পর অর্থাৎ ১৬৫৩ খ্রিস্টাব্দে। ওস্তাদ আহমেদ লাহোরি তাজমহলের সমস্ত কারিগর দের মধ্যে মূল স্থপতি ছিলেন।

9 months ago

বর্তমানে বাংলাদেশে মোট ৮টি বিভাগ; ৬৪টি জেলা; ৪৯৫টি উপজেলা; ৬৫২টি থানা; ১২টি সিটি কর্পোরেশন; ৩২৯টি পৌরসভা; ৪,৫৭১টি ইউনিয়ন এবং ৮৭,১৯১টি গ্রাম রয়েছে।

9 months ago