SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

National Bank Ltd Recruitment Test for Probationary Officer Examination Held On : 18.12.2017 || 2017

All Question

1. দীর্ঘ দিন ধরে নিন্মমুখী প্রবনতা লক্ষ্য করা গেলেও , প্রবাসী আয় আবার বারতে শুরু করেছে । গত নভেম্বর মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৪৭ লক্ষ ডলার, যা আগের মাস অক্টোবরের চেয়ে ৪.৪৭ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ের তুলনায় গত মাসে ২৬ কোটি ৩৩ লাখ বেশি প্রবাসী আয় এসেছে যা প্রায় ২৭.৬৭ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী , সব মিলিয়ে চলতি বছরের প্রথম পাঁচ মাসের আগের বছরের তুলনায় বেড়েছে ১০.৭৬ শতাংশ । এই পাঁচ মাসে দেশে ৫৭৬ কোটি ৮৫ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। টাকার বিপরীতে ডলার তেজি হওয়া, হুন্ডি বন্ধ করা এবং বিকাশের বেশ কিছু এজেন্ট ও হিসাব বন্ধ করে দেওয়ায় প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে আরও দেখা যায়, নভেম্বর মাসে রাষ্ট্রীয় খাতের ছয় বানিজ্য ব্যাংকের মাধ্যমে ২৬ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার এবং বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ৯২ কোটি ১ লাখ ডলার দেশে এসেছে। (Translate into English)

Created: 1 year ago | Updated: 10 months ago

Though there had been a downward trend in remittance earnings for long run, it has again that Started rising In last November, the amount of remittance was 121.47 which was 4:47% more than of the previous month. In last month, foreign earnings reaches in 526 33 lack which is 27.67% more than that of the same time of the last fiscal year. According to the Bangladesh Bank the growth for the first five months of the ongoing fiscal year was 10.76% more than that of the last year. The amount of remitance that has come in this first five month was 5576.85. Appreciation of  dollar against taka, halt of money laundering and termination of Bkash agent and account accelerated earning of remittance. It is seen in the information given by the central Bank that $26.96 crore and 592, 1 crore have come as remittance through six state owned commercial banks and private commercial banks.

9 months ago

Digital Financial Services to Promote Digital Bangladesh

Digital Financial Services (DFS) present a unique opportunity for emerging economies to close the financial inclusion gap that has persisted for decades, DFS also enables significant opportunities to improve service delivery, enhance transparency and accountability, enhance operational efficiencies and reduce costs of operation. 

Bangladesh has recently emerged as a curious case of digital innovation to widen coverage and reach remote pockets. The country reached the lower middle income country status in 2015, and has showcased the potential of combating rural poverty through inclusive digital financial services. This has proved to be an effective weapon to eliminator poverty and secure the sustainable development goals
(SDGs) while the country advances towards Vision 2021 -lifting millions of Bangladeshis out of poverty. Innovation and digitization will surely set Bangladesh firmly on the path to becoming a middle-income country. Although ambitious, it is exactly the and private sector are working towards

Access to the formal financial system remains a challenge for the rural poor in Bangladesh even though the central bank announced a plan for inclusive digital financial programmes in 2015. The progress seems to have stalled despite the popularity of mobile money transaction services from private companies such as bKash and Dutch-Bangla Bank Mobile Banking in a context where the microfinance system is already prevailing

The branch-based fails at inclusion since rural villagers deal mostly in cash. But the cast of these cash transactions will have to be passed on to the customers, meaning that they would end up having high service charges to cover the overhead of rural branches of banks Difficult as it is, to bring the poor illiterate rural farmer into the fold of a formal financial system, a high service charge would make it next to impossible.

Digital tools towards the same goals are accepted to be far more effective for the rural populace.
Towards that end, electronic cash cards, agent banking, mobile phones and other digital means are opening up the possibility to connect rural households with reliable financial services and tools. Bkash and Dutch-Bangla (DBBL) have the top market share in mobile money in Bangladesh (in 2015,~58% and ~17% respectively, followed by mCash [~9%]. Ucash [1~8%] and MYCash [~3%])They are all (only) from the banking/ traditional financial services industry. 

9 months ago

১৯৪৮ সালে তৎকালীন বার্মা স্বাধীন হলেও রোহিঙ্গাদের ভাগ্যে এ স্বাধীনতা নিয়ে আসে নিদারুণ অভিশাপ, যা এখন গোটা ক্ষমতা দখল করে উন্মুক্ত। এরপর ১৯৮২ সালে সেনা অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে জেনালের নে উইন। তখন থেকে শুরু হয় মিয়ানমারে রহিঙ্গা মুসলমানদের বঞ্চনা, লাঞ্ছনা, অত্যাচার ও নির্যাতনের এক নতুন অধ্যায় ১৫ই অক্টোবর ১৯৮২ সালে মিয়ানমারের সামরিক জান্তা নাগরিকত্ব আইন প্রকাশ করে। এই আইনে মিয়ানমারে ১৩৫টি গোত্রভুক্ত মানুষই মিয়ানমারের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে গণ্য করা হয়। রোহিঙ্গদের গোত্র হিসেবে অস্বীকার করে সামরিক সরকার। এরপর বিভিন্ন সময়ে তারের চলাচলের ওপর বিধি নিষেধ আরোপ করা হয়। ফলে তারা হয়ে যায় নিজভূমে পরবাসী। বিশ্বের জানু নো রাষ্ট্রবিহীন সবচেয়ে বড় জনগোষ্ঠী। 

১৯৭০ সালের পর থেকে রোহিঙ্গাদের নাগরিকত্ব সনদ বন্ধ করা হয়। ১৯৭৪ সালে কেড়ে নেয়া হয় ভোটাধিকার। আর ১৯৭৮ সাল থেকে শুরু হয় রোহিঙ্গা নিধন ও বিতাড়ন, যা ধারাবাহিকভাবে বর্তমান পর্যন্ত চলছে। এরপর থেকে সর্বশেষ ঢলের মতো আসা শরণার্থীসহ বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর বর্তমানে মোট সংখ্যা ১০ লক্ষাধিক। রোহিঙ্গাদের মূল বাসভূমি রাখাইনের চেয়েও এ সংখ্যা বেশি।

বাংলাদেশের অর্থনীতিতে ইহার প্রভাব

০১. বাংলাদেশের জিডিপির আকার ছোট হওয়ার কারণে এই বিশাল জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ সরকার খুবই অস্বস্তিকর মধ্যে আছে। জিডিপি'র একটি বড় অংশই চলে যাবেরোহিঙ্গাদের আবাসন সংকট নিরসনে। বাইরের দেশেগুলো সাহায্য আসলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। 

০২. প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি সৃষ্টি ভূমিকা রাখবে। কারণ, উৎপাদন বাড়বে না কিন্তু দ্রব্যর চাহিদা বৃদ্ধির কারণে এর মূল্য বৃদ্ধি পাবে এভাবে মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। ফলে আমাদের দেশে গরিব জনগোষ্ঠী এর কুফল ভোগ করবে।

০৩. প্রচুর পরিমাণ পাহাড় কেটে তাদের আবসনের ব্যবস্থা করা হচ্ছে। এই পাহাড়ে বসবাসরত চাকমা, মারমা, গারো ইত্যাদি উপজাতিদের আয়ের উৎস নষ্ট হয়ে যাচ্ছে। জুম চাষ বন্ধ হয়ে যাচ্ছে। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে। 

৪. গোহিঙ্গাদের একটি বড় অংশই শিশু ও বৃদ্ধ। এদেরকে কোনভাবেই উৎপাদন কাজের সাথে জড়ানো সম্ভব নয়। অর্থাৎ একটি বিশাল অনুৎপাদনশীল থেকে যাচ্ছে। এর ফলে অর্থনীতিতে উৎপাদন কমবে। খাদ্যমূল্য হুরহুর করে বেড়ে যাচ্ছে। ফলে অচিরেই অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে। 

৫. চট্টগ্রাম সহ এর পাশ্ববর্তী জেলা সমূহ রোহিঙ্গাদের আনাগোনা বেড়ে যাওয়ায় অপরাধ এবং সন্তাসী কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এসব অঞ্চলগুলোতে মাদকদ্রব্য সয়লাব হয়ে যাচ্ছে। 

9 months ago