Job

Bangladesh development bank ltd, Recruitment Test for senior officer, Examination held on: 06.01.2018 || 2018

All Question

বৈশ্বিক উষ্ণায়নঃ সমস্যা ও প্রতিবিধান

বৈশ্বিক উষ্ণায়নঃ

  • বৈশ্বিক উষ্ণায়ন বলতে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে বুঝানো হয়।
  • এর মূল কারণ আকাশে Carbon dioxide (CO2), methane, Nitrus Oxide (N2O) and CFCs গ্যাসসমূহের নির্গমন ও সঞ্চায়ন। 

 

 বৈশ্বিক উষ্ণায়ন/জলবায়ু পরিবর্তনের চিহ্ন / প্রভাবঃ

  • ১৯০০ সাল হতে বৈশ্বিক তাপমাত্রা ০.৬ সেঃ বেড়েছে।
  • প্রতি দশকে ১ সেঃমিঃ করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে।
  • বিগত ৪০ বছরে আর্কটিক অঞ্চলের বরফের ঘনত্ব ৪০% কমেছে।
  • সারা বিশ্বের বড় বড় বরফ খণ্ডসমূহ গলছে।
  •  শরৎ ও বসন্ত দীর্ঘায়িত হচ্ছে এবং শীত ছোট হচ্ছে।
  • খরা সংঘটনের মাত্রা ও তীব্রতা বেড়েছে।
  • মৌসুমবিহীন বৃষ্টি বেড়েছে।
  • সাইক্লোন, এল নিনো সংঘটনের মাত্রা ও তীব্রতা বেড়েছে। দুর্যোগের দ্বারা খাদ্য শস্য হানি বেড়েছে।

 

বৈশ্বিক উষ্ণতার সমস্যাসমূহঃ

তাপমাত্রা বৃদ্ধিঃ 

  • পর্যায়ক্রমে পৃথিবীর ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে চলছে (১৯৭০ সাল হতে ২০০০ সালের তথ্য) 
  •  ফলে শরৎ দেখিতে শুরু হয়েছ এবং বসন্ত আগেই চলে আসছে।
  • বাংলাদেশে শীতকালের স্থায়িত্ব কমে যাচ্ছে যা খাদ্য উৎপাদনকে প্রভাবিত করছে।

 

সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিঃ অনেক গবেষনায় এটা প্রমাণিত যে, 

  • Arctic Himalayan, Silverrin অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গত দু'দশকে বেড়ে চলেছে ।
  •  সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশের ৭০% লোক ক্ষতিগ্রস্ত হতে পারে (UNDP এর মতে)

 

বৃষ্টিপাতে বৈচিত্র্যতায়ঃ

  •  বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত ২,৩০০ মিঃমিঃ।
  • কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে অঞ্চল ও মৌসুম ভেদে বৃষ্টিপাতে ভিন্নতা হচ্ছে
  •  উত্তর ও পশ্চিম অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ১৩০০ মিঃমিঃ এবং
  • পূর্ব উত্তর অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত ৫০০০ মিঃমিঃ ।
  • বৃষ্টিপাতে এরূপ চরম অবস্থা কৃষি ও জীবিকাকে প্রভাবিত করে। 

 

প্রাকৃতিক দুর্যোগঃ

  • জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমনঃ সাইক্লোন, ঝড়, জলোচ্ছাস, ধন্যা, খরা, নদী ভাঙ্গন সংঘটনের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে
  • ২০০৮ সালে ৫৭টি দেশ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিজ্ঞার হয়েছে (UNWIP মতে)
  •  বাংলাদেশের ভৌগলিক অবস্থান একে দুর্যোগের কাছে নাজুক করেছে।

 

কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাঃ

  • জলবায়ু পরিবর্তন তাপমাত্রা, বৃষ্টিপাত ও পানি সরবরাহ পরিবর্তনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন এলাকাতে কৃষি উৎপাদন ও খানা নিরাপত্তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।
  •  একটি গবেষণায় দেখা যায় যে, জলবায়ু পরিবর্তন আউশ ফসলে ২৭%, গম উৎপাদনে ৬১% এবং সেচ ভিত্তিক ফসলে ৫৫% ক্ষতিকর প্রভাব ফেলেছে।

 

পরিবেশ ও জীববৈচিত্র

  •  প্রাকৃতিক দুর্যোগ ও চরম আবহাওয়া পরিবেশ ও জীববৈচিত্রকে বিলুপ্ত করছে। 
  •  ২০০৭ সালে সংগঠিত সিডর ব্যাপকভাবে সুন্দর বনের প্রতিবেশ ও জীববৈচিত্র প্রভাবিত করেছে।

 

মানব স্বাস্থ্য 

  • জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ, চরম আবহাওয়া ও খাদ্য সমস্যা বৃদ্ধি করে। 
  •  জলবায়ু পরিবর্তনের ফলে ডায়রিয়া, পুষ্টিহীনতা প্রভৃতি বৃদ্ধি করে।
  • বন্যার ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ে। 

 

বৈশ্বিক উচ্চতার প্রতিবিধানঃ

বৈশ্বিক উষ্ণায়ন একটি সার্বজনীন সমস্যা। এই সমস্যার আশু সমাধান না হলে বিশ্ববাসীকেই এর খেসারত দিতে হবে। কাজেই এর দ্রুত ও দক্ষ একটি সমাধান প্রয়োজন যা সম্মিলিতভাবে নিতে হবে। এই উষ্ণায়ন রোধে একটি দেশ নিচের পদক্ষেপগুলো করতে পারেঃ

  • উষ্ণায়ন রোধে বনায়ন বিশেষ ভূমিকা পালন করে। উষ্ণায়নের মরণছোবল থেকে রক্ষা পাবার জন্য বনায়ন সৃষ্টি প্রত্যেক সচেতন নাগরিকের কর্তব্য।
  • ১৯৮০'র দশক থেকে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা প্রতিবছর গড়ে ০.১ ডিগ্রি সেলসিয়াস করে। বাড়ছে। কার্বন নিঃসরণকারী দেশগুলোর জন্য COP সম্মেলন হতে যে মাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে সেই দেশগুলো চলছে কি না তা খতিয়ে দেখতে হবে।
  • বিশ্ব জলবায়ু চুক্তির ব্রোডম্যাপ তৈরী করে “Highest Carbon Emission" দেশগুলো হতে একটি বিশাল অঙ্কের Fund নিয়ে জলবায়ু পরিবর্তনে ও উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো যেমনঃ বাংলাদেশ, মাল্লীপ, ভূটান, শ্রীলংকাকে আর্থিক সাহায্য করতে হবে। 
  • IPCC ও জাতিসংঘের পরিবেশ সংস্থার মাধ্যমে বিশ্বব্যপী green product ব্যবহারের নির্দেশ দিতে হবে। 
  •  বিশ্বব্যাপী যে পরিবেশবাদী সংগঠনগুলি রয়েছে সেগুলোকে সোচ্চার হতে হবে । 
  • Monteal protocol, COP সম্মেলনে যে সিদ্ধান্তগুলি নেয়া হয়েছে তার বাস্তবায়ন করতে হবে। 
9 months ago

বরাবর

ম্যানেজার

পদ্মা ব্যাংক লিমিটেড

৩৬, মতিঝিল, ঢাকা। 

জনাব, 

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি গত ১২/১২/২০১২ তারিখ থেকে আপনার এই প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে আমার আবেদনের প্রেক্ষিতে তারা আমাকে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য আমন্ত্রণ আনায়। প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে সংযুক্ত করা হলো। উচ্চ শিক্ষা অর্জনের জন স্কটল্যান্ডে গঠন ও পড়ালেখার ব্যয় নির্বাহের জন্য আমার প্রায় ১৫ লক্ষ টাকা প্রয়োজন। আমাদের প্রতিষ্ঠানের উচ্চ শিক্ষা " সংক্রান্ত যে সুবিধাগুলো রয়েছে আমাকে প্রয়োজনীয় এই ১৫ লক্ষ টাকা ঋণ পেতে তা সাহায্য করবে।

অতএব, আপনার কাছে আমার আবেদন এই যে উপরের বিষয়টির প্রতি সুদৃষ্টি জ্ঞাপন করে উচ্চ শিক্ষা অর্জনের উদ্দেশে উপরিলিখিত পরিমাণ টাকা প্রদান মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।

বিনীত নিবেদক

মোঃ হাবিব উল্লাহ 

সিনিয়র অফিসার 

পদ্মা ব্যাংক লিমিটেড

ঢাকা 

9 months ago

The next wave of Social Media

Points on how social media will transform in the future is furnished below:

1. A Focus on Relationships: Social media will probably begin to draw the focus back into relationships by emphasizing personal posts, photographs and small, intimate connections over outside content like memes and articles.

2. Diversity of personal posts: Until now, posts have been limited to outside material, pictures, videos and text. As digital technology progresses, people will be hungry for new and interesting ways to share experience. The importance audio will play in social media's future.

3. Users will pay for peace: Premium service will make a splash. This one sounds counter intuitive after all, who would pay f a social media experience when they've all been free up to this point. Two things will happen change that previnus wisdom. First, with a more personal, story-driven experience, customers will want high-quality images, videos and audio files stored for posterity. Second, having a place escape constant advertisements will become very important, something a premium social media experience will offer.

4. Increased focus on privacy: Privacy concerns have plagued social media since its inception, and are only getting m pronounced Expect future social media companies to offer more advanced network and profile privacy than ever before.

5. Video, video, and more video: In late 2016, we saw a major development in social media video when Instagram release Instagram Stories and Instagram Live Instagram's parent company Facebook also released Facebook Live and Messenger Day. The focus on the live format follows in the footsteps of Snapchat and Twitter's Periscope.

6.Less Gamification: One of social media's key components is that it's highly addictive, even going so far as to be described as more addictive than cigarettes. New platforms will try to gear more toward long-term customer wellness as a feature staving off more addictive qualities. They will focus more on the communal quality of social media rather than offer quick hits of serotonin from gratifying and frustrating outside content.

7. Legacy building; As has been said many times, the internet is written in ink. It cannot be erased, and in the future, people won't want it to be. Users will want their social media to existing as an ongoing time capsule, a living record of their lives. Smart platform builders will realize posting shouldn't be a burst about a single moment in time, to be consumed in a few seconds and forgotten about immediately, but as a multi-faceted, interactive diary involving many writers, all telling pieces of their own and others stories.

8. Open to experimentation: The main social media giants are slow, lumbering machines, resistant to change, and unbearably clumsy when they do change. Future models will have seen platforms of the past try different things to different levels of success and will be open to explore. They will try our wildly different ways of managing contacts, befriending people, organizing interface layouts, etc. Facebook has had basically the same layout since its beginning- don't expect that to be the case with new platforms.

9. Mobile-native:  A mammoth advantage new platforms will have is that they about after the smartphone became The future of the internet is mobile, so it stands to reason that mobile native platforms will be built to last.

9 months ago

06.01.2018

The 'y Bank Ltd. 

Dhaka EPZ Branch

Savar, Dhaka.

Thanks latter for providing quality products and professional courtesies.

 

Dear Mr. Masam

Thanks to your company and the professional employees who provided a quality service to me last Monday. I was surprised enough to have your attracting offers of MMS and DPS. Your employees came up with me a lot of financial privileges with a suavely and a professionally behavior. ! especially want to thank you for informing me about the green products I am looking for. I was very pleasant to have your environment friendly products. Your attention to detail, great communication skills and ready smile made the experience even better than I expected. I won't hesitate to bring future clients to your establishments and you can be assured that I will ask to be seated in your area for availing the new products and offers.

Your happy customer

Md. Rafiqui Islam 

Manager, YY Corporation.

9 months ago

Here, p=3x2-35x+50

Now, if the company makes a profit, then

p>03x2-35x+50 >03x2-30x-5x+50 >0 3xx-10-5x-10 >0x-103x-5 >0...............(i) 

As this equation (i) is greater than 0, so the value of the two roots must have different values in different intervals.

Now, from the equation (i), we have 

The value of x is greater than 10 ie: x> 10

Or, the value of x is less than 53 and greater than or equal to 0 i.e. 0x<53 

Because advertising cost can not be negative.

So, if the company makes a profit,

The values of x=0x53 or, x>10

9 months ago

576 Tk. would be saved when the breadth = 3 meter less

1 Tk. would be saved when the breadth=3576   meter less

7,200 Tk. would be saved when the breadth=3×7200576=37.5 meter less

So, the breadth of the room is 37.5 meter 

9 months ago

Since the sum of the 3-digits is II and each digit represents a prime number. 

So the 3-digits may be 2, 2, 7 or 3, 3, 5 because 2+2+7=11 and 3+3+5=11

Now using the digit 2, 2, 7 we have the prime number 227. Because other two numbers i.e. 722 and 272 are by 2 and thus are not prime. 

Again, using the digit 3, 3, 5 we have the number 353 which is a prime number. But 533 which is divisible by 13 and thus 533 is not prime and 335 is divisible by 5 and thus 335 is not prime.

So, the three-digit prime number whose sum of the digits is 11 and each digit representing a prime number is 227 & 353. (Answer)

9 months ago

Let, aq-r=br-p=cp-q=k so, aq-r=k a=kq-r;b=kr-p;c=kp-qL.H.S.=a+b+c =kq-r+kr-p+kp-q=kq-r+r-p+p-q=k×0=0R.H.S = pa+qb+rc=pkq-r+qkr-p+rkp-q=p(kq-kr)+q(kr-kp)+r(kp-kq)=pkq-pkr+qkr-pkq+pkr-qkr=0

Therefore, a+b+c=pa+qb+ rc [Showed

9 months ago

Let,

The original speed = x km/h

ATQ, 

108/x - 108/x + 3 = 3

=> 108x + 324 - 108x/x2 + 3x = 3

=> 3x2 + 9x - 324 = 0

=> 3(x2 + 3x - 108) = 0

=> x2 + 3x - 108 = 0

=> x2 + 12x - 9x - 108 = 0

=> (x + 12)(x - 9) = 0

=> x = 9

Therefore, original speed 9.

1 year ago

x2+6y=9xy+122y=9xy+12=18y...........(i) x3+2y=4xy+63y=4xy+6=12y...........(ii) Now, [(i)-(ii)] we have xy+12=18-xy+6=12y=6=6y=y=1 putting the value of 'y' in (ii), we have x×1+6=12×1x=12-6x=6(x,y)=(6,1)

9 months ago