Job

Sonali Bank Ltd. || Officer (Cash) (16-03-2019) || 2019

All Question

প্রশ্নে বলা হচ্ছে A, B এবং C এর সমন্বয়ে গঠিত একটি দ্রব্যে A, B এবং C এর মূল্যের অনুপাত 4 : 3 : 2. 1 বছর পর A এর মূল্য 10%, B এর মূল্য ৪% বাড়লো কিন্তু C এর মূল্য 5% হ্রাস পেল। এতে মোট মূল্য বৃদ্ধি কত হলো?

Let, the price of A = 4x; B = 3x & C = 2x.

∴ The price of the product = 4x + 3x + 2x = 9x

After price increase, the price of A = 110% of 4x = 4.4x

The price of B = 108% of 3x = 3.24x

& the price of C = 95% of 2x = 1.9x

∴ The new price of the product = 4.4x + 3.24x + 1.9x= 9.54x

∴ Percentage increased  = 9.54x - 9x9x × 100% = 0.549 × 100% = 549% = 6%

9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, A এবং B প্রাথমিকভাবে 18 : 7 অনুপাতে বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করলো। ব্যবসা শুরুর 4 মাস পর A আরো 2,000 টাকা এবং B আরো 7,000 টাকা বিনিয়োগ করলো। 1 বছর পর তাদের মধ্যে মুনাফা 2 : 1 অনুপাতে বিভক্ত হলে A এবং B এর প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত ছিল?

Let, A initially invested Tk. 18x & B initially invested Tk. 7x.

Now, A's total investment is equivalent to = 18x × 4+ (18x + 2,000)8 Tk

& B's total investment is equivalent to = (7x × 4) + (7x+7,000)8 Tk.

=28x + 56x+56,000 = (84x + 56,000) Tk.

Profit was distributed according to their investment ratio, so  216x + 1600084x + 56000 = 21

  216x + 16,000 = 168x+1,12,000

 48x= 96,000

 x = 9600048 = 2,000

So, the initial investment of A was = 18 × 2,000 = 36,000 Tk.

& the initial investment of B was = 7 × 2,000 = 14,000 Tk.

∴ Their total investment at the beginning = 36,000 + 14,000 = 50,000 Tk.

9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি নদীর স্রোতে একটি নির্দিষ্ট দিকে 5kmph বেগে চলছে। এক ব্যক্তি স্থির পানি 20kmph বেগে সাঁতরাতে পারে। সে A বিন্দু থেকে যাত্রা শুরু করে স্রোতের অনুকূলে B বিন্দুতে সাঁতরে গেল। A এবং B এর মধ্যবর্তী দূরত্ব 30km. B তে পৌঁছে সে আবার A বিন্দুতে সাঁতরে আসলো । এই ভ্রমণে তার মোট কত সময় লাগলো?

Given, velocity of man = 20 kmph & velocity of current = : 5kmph.

∴ Man's downstream velocity = 20 + 5 = 25 kmph.

& the upstream velocity = 20 – 5 = 15 kmph.

∴ Total time taken by the man = 3025 + 3015 = 1.2 + 2 = 3.2 hours

= 3.2 × 60 = 192 minutes = 3 hours 12 minutes.

9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, একটি গাড়ি উৎপাদন করতে তিন ধরনের খরচ বহন করতে হয়। এগুলো হলো কাঁচামাল বাবদ খরচ, শ্রম বাবদ খরচ এবং আনুষঙ্গিক খরচ। একটি নির্দিষ্ট বছরে এই তিন ধরনের খরচের অনুপাত ছিল যথাক্রমে 4 : 3 : 2, আগামী বছরে এই তিন ধরনের খরচের মূল্য যথাক্রমে 10% বাড়বে, ৪% বাড়বে এবং 5% কমবে। এতে গাড়ির মূল্য শতকরা কত বাড়বে?

এটা 01 নং অঙ্কের মতোই। শুধু ভেতরের কথা পরিবর্তন করে দিয়েছে। কিন্তু মানগুলো আগের মতোই আছে । আসুন তবুও 
আমরা অঙ্কটির সমাধান দেখিঃ

Let, the primary cost of raw materials = 4x Tk.

The primary cost of labor = 3x Tk.

& the primary cost of overheads = 2x Tk.

∴ The price of the car = 4x + 3x + 2x = 9xTk.

After price increase, the cost of raw materials = 110% of 4x = 4.4x Tk.

The cost of labor = 108% of 3x = 3.24x Tk.

& the cost of overheads = 95% of 2x = 1.9x Tk

∴ The new price of the car = 4. 4x + 3.24x + 1.9x = 9.54xTk

∴ Percentage increased = 9.54x -9x9x × 100% = 0.549 × 100% = 549% = 6%

9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, দুটি স্টেশন X এবং Y এর মধ্যবর্তী দূরত্ব 450 km. 1 ট্রেনটি সকাল 5 টায় X স্টেশন হতে ছেড়ে Y স্টেশনের দিকে 60kmph বেগে গেল। M ট্রেনটি বিকেল 5.20 এ Y হতে ছেড়ে X স্টেশনের উদ্দেশ্যে 80kmph বেগে রওনা দিল । X হতে কত দূরে তারা পরস্পর সাক্ষাৎ করবে এবং কখন সাক্ষাৎ করবে?

M goes in advance of = (600 - 5.20) pm = 40 minutes.

Now let, two trains will meet d km away from x station.

∴ L needs to cover = d km & M needs to cover = (450-d) km

As we know, time = DistanceVelocity

450 - d80 - d60= 4060

 3450 -d -4d240 = 32

 1,350 -3d -4d = 2 × 2403 = 160

 7d = 1,350 - 160 = 1, 190

 d 11907 = 170

 Two trains will meet at 170km away from x station. They will meet after = 17060 = 256 hours = 2 hours 50 minutes. They will meet at = 6.00 pm + 2 hours 50 minutes  = 8 : 50 pm Answer.

9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, অমিত 15% হার চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ব্যাংকে রাখল। চক্রবৃদ্ধি সুদে পরিবর্তে সরল সুদে টাকা রাখলে 2 বছর পর সে 2,400 টাকা সুদ পেত। 2 বছর পর সে মোট কত পেয়েছিল?

If p be the principal, then we know , p = 100× In × r

 p = 100 × 24002 × 15 = 8000  [I= interest; n = years; r = rate of interest]

That man's principal amount is Tk. 8,000.

∴ The compound amount will be, = p 1 + r100n

= 8000 1 + 151002 = 8000 1 + 3202 = 8000 × 23 × 2320 × 20 = 10580 Tk.

9 months ago

প্রশ্নে বলা হচ্ছে যে, 12 জন পুরুষ একটি কাজ করে 36 দিনে, 18 জন নারী কাজটি করে 60 দিনে। এখন ৪ জন পুরুষ ও 20 জন নারী একত্রে 20 দিন কাজটি করলো। বাকি কাজ  4 দিনে শুধু নারীদের দিয়ে করালে কতজন নারী লাগবে?

12 men take 36 days to complete = 1 work

∴ 1 men take 1 days to complete = 112 × 36 part of work

∴ 8 men take 20 days to complete = 8 × 2012 × 36 = 1027 part of work

Again, 18 women take 60 days to complete = 1 work

∴ 1 women take 1 days to complete = 118 × 36 part of work

∴ 20 women take 20 days to complete = 20 × 2018 × 60 = 1027 part of work

So, 8 men and 20 women have done in 20 days = 1027 + 1027 = 2 × 1027 = 2027 parts of work

∴ Remaining = 1 - 2027 = 27 - 2027 = 727 parts of work

Now, in 1 day 118 × 60 part of work is completed by = 1 women

∴ In 4 day  727 part of work is completed by = 18 × 60 × 74 × 27 = 70 women

9 months ago