SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

সাধারণ বীমা কর্পোরেশন || জুনিয়র অফিসার (12-07-2019) || 2019

All Question

অবদানের হারবীমা হচ্ছে একজনের ঝুঁকিকে অনেকের কাঁধে বিস্তৃত করার একটি বৈধ পন্থা। এটি এমন এক ধরনের চুক্তি যেখানে কোনো বীমা প্রতিষ্ঠান নির্ধারিত হারে প্রিমিয়াম গ্রহণের বিনিময়ে কয়েকটি অদৃষ্টপূর্ব কারণে বীমাকৃত দ্রব্যের ক্ষতি হলে তা বীমাকারী ব্যক্তিকে পূরণ করে দিতে সম্মত থাকে ।

একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের বীমা খাতের গুরুত্ব অনেক। এর মাধ্যমে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের ঝুঁকি শেয়ার করতে পারে কিংবা বড় ধরনের ক্ষতি হলে তার লোকসান কমিয়ে আনতে পারে। তবে এদেশের বীমা খাত এখনো বিকাশমান। এদেশে সাধারণ বীমার চেয়ে জীবন বীমার পণ্যের চাহিদাই বেশি। বাংলাদেশে ৪৬টি সাধারণ ও ৩২টি জীবন বীমা কোম্পানি রয়েছে। বাংলাদেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার নাম হলো Insurance Development and
Regularatory Authority (IDRA). সংস্থাটি এদেশে তার কার্যক্রম শুরু করে ২০১১ সালে ।

এদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান 'জীবন বীমা কর্পোরেশন' ও 'সাধারণ বীমা কর্পোরেশন' ছাড়াও বেসরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে ৭৬টি; সাধারণ বীমা রয়েছে ৪৫টি এবং জীবন বীমা আছে ৩১টি। বিগত দুই অর্থ বছরে GDP তে বীমা খাতের অবদান তুলে ধরা হলোঃ

প্রবৃদ্ধির হারঅবদানের হার
২০১৭-১৮২০১৮-১৯২০১৯-২০২০১৭-১৮২০১৮-১৯২০১৯-২০
১.৬৩২.৫১৪.০৫০.৩০০.২৭০.২৯

অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশের GDP তে বীমা খাতের তেমন একটা অবদান নেই। অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের GDP তে বীমা খাতের অবদান প্রায় ৪ শতাংশের কাছাকাছি। যেখানে আমাদের দেশের GDP তে বীমা খাতের অবদান মাত্র দশমিক ২৭ শতাংশ যা খুবই নগন্য। কিন্তু বীমা খাতের উন্নয়ন হলে GDP তে বীমা খাতের অবদান ৪ থেকে ৫ শতাংশ করা সম্ভব ।

আমাদের দেশে বীমা খাতটি অত্যন্ত অবহেলিত। এদেশের মানুষের বীমা সম্পর্কিত জ্ঞানও খুব সীমিত। এছাড়া বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ মূলত কাজ শুরু করেছে ২০১১ সাল থেকে। বীমা শিক্ষার প্রসার ঘটিয়ে এই অবস্থার কিছুটা পরিবর্তন করা সম্ভব। আমাদের দেশে বীমার কিছু ইমেজ সংকট রয়েছে। অর্থাৎ পৃথিবীর উন্নত দেশগুলোতে বীমা যেখানে বাধ্যতামূলক, সেখানে আমাদের দেশে এখন পর্যন্ত আমরা বীমার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি নি। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে, একশ্রেণির সুবিধাবাদি লোক বীমার নাম করে গরীব মানুষের পকেট থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়েছে।

আমাদের দেশে বীমা খাতের প্রসারতা বৃদ্ধি না পাওয়ার মূল কারণ হলো বীমা খাত সম্পর্কিত জ্ঞান। শস্য বীমা, কৃষি বীমা, গবাদী পশু বীমা, স্বাস্থ্য বীমার মত প্রকল্পগুলো চালু হলে এদেশে বীমা খাতের প্রসারণ হবে বাড়বে এউচ তে বীমা খাতের অবদান। যুগোপযোগী শিক্ষার সুযোগ না থাকায় বীমা খাত পিছিয়ে পড়ছে। বীমা খাতের উন্নয়ন করতে হলে বীমা শিক্ষার প্রসার ঘটাতে হবে। অন্যদিকে বীমা শিক্ষার্থীরা যাতে ভালো বেতনের চাকরি পায়, সেদিকে বীমা কোম্পানিগুলো নজর দিলে এই  খাতের মেধাবী ছাত্র-ছাত্রীদের আগমন ঘটবে যা বীমা খাতের প্রসারকে ত্বরান্বিত করবে।

এছাড়া বীমা খাতের সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে এবং বীমা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে বিজ্ঞাপনের সাহায্য নিতে হবে। সর্বোপরি, বাংলাদেশে প্রচলিত বীমা নীতিকে বাস্তবায়ন করে এবং বীমা সম্পর্কিত ইমেজ সংকট দূর করে বীমা খাতকে একটি সম্ভাবনাময় খাতে পরিণত করা সম্ভব। এছাড়া দক্ষ জনবল তৈরী করে এবং বীমার ক্ষেত্র বিস্তৃতিকরণের মাধ্যমে অর্থনীতিতে এই খাতের ভূমিকা আরো জোরালো হবে বলে আশা করি ।

10 months ago

The Role of Opposition in Democracy

The role of the opposition is vital to the healthy growth of democracy and in the larger public interest. The role of opposition in parliament is a necessary and indispensable component (অবিচ্ছেদ্য  অংশ) of democracy. Democracy is an inclusive process in which all citizens, men and women representing all political and social forces in the country. The traditional role of the opposition can be identified under three components: the voice of the voiceless (নির্বাকের বাক); an alternative to the ruling government; and official opposition. A fourth role has been evolved as a critical partner in nation-building (জাতি গঠন)।

The primary role of the opposition is to offer a credible (বিশ্বাসযোগ্য) alternative to the majority in power. Moreover, by overseeing and criticizing the action of the executive, it works to ensure transparency (স্বচ্ছতা), integrity (সততা) and efficiency in the conduct of public affairs and to prevent abuses by the authorities and individuals. It also works in scrutinizing the operations of the executive, that is, exercising the oversight of the implementation of the law from the angle of performance and accountability (জবাবদিহীতা) and, especially, the use of the finances granted to the executive for its work.

The role of the opposition is not to rule. But, the opposition must have the right to operate in a free and democratic atmosphere. The opposition also has access to state media equally. All state-owned media (রাষ্টয়ত্ব মাধ্যম) should afford fair opportunities and facilities for the presentation of divergent views and dissenting opinions (মতভেদ) to both the government and the opposition. The opposition shall be entitled to criticize the functioning of the courts or the executive. It shall be entitled to inquire about presumed human rights violations and to call for remedial action (প্রতিকারক উপায়)

The opposition has the responsibility to be fair in the criticism of government policies. The opposition also has the responsibility to uphold and defend the sovereignty , unity and the national integrity of the country. It should therefore not engage in activities that could undermine (ভিত্তি দুর্বল করা) the unity and stability of the state. A basic obligation of the opposition is to conduct its functions within the framework of the law, including the national constitution, civil and criminal law and parliamentary rules of procedure. Opposition parties are obliged to respect the law, like everybody else. Subject to the modifications of parliamentary immunity, the opposition may be held accountable for any unlawful activity , like any other organization and individual. The duties of the opposition are defined by political and behavioural rules, not by constitutional norms or parliamentary texts. Therefore, the duties of opposition do not require codification.
The political system in Bangladesh is dominated by two heritage parties. The robust democratic countries are implied player in the game of democracy in Bangladesh. It's true that the opposition party in Bangladesh has a very little role to play in governance. We know that opposition parties are the unpaid but dedicated principal researchers for the government in power. Moreover, rulling parties typically use official resources to stifle opposition parties and perpetuate  themselves in power. Therefore, opposition parties, for their part are substantially weak in Bangladesh.
In fine, it can be said that democracy is the moderate form of idealogy to govern a country where the opposition party plays a very important role to guide the rulling government.

10 months ago

কয়েক দিন ধরে বই মেলায় প্রচুর ভীড় দেখা যাচ্ছে ।

= Huge crowd has been noticed in the book fair for some few days.

10 months ago

The detective left no stone unturned to find out the culprit.

= অপরাধী ধরতে গোয়েন্দা চেষ্টার কোনো ত্রুটি করলো না 

10 months ago

He is too proud to talk.

= সে এতই গর্বিত অনুভব করলো যে সে কোনো কথাই বলতে পারলো না ।

10 months ago

The boy takes after his father.

= ছেলেটি দেখতে তার বাবার মতো।

10 months ago

Date: 12.07.2019
From
Md. Niamot Ullah
Assistant Teacher
Manikgonj Govt. High School
Manikgonj-1850
Contract no: 0171111111

To
Managing Director
Sadharan Bima Corporation
Motijheel C/A-1000
Dhaka.
Subject: Prayer for settlement of a claim that has been matured.

Dear Sir,

With due reverence I want to draw your kind attention about the fact that I have an life insurance policy for 15 years with your renowned insurance company. My Insurance number is 50060. Yesterday, my life insurance has been matured. Now I want to encash the whole amount from the
insurance policy.

Considering the above circumstances, please take the necessary steps and help me encashing the whole amount in the earliest possible time and oblige me thereby.

Your sincerely
Md. Niamot Ullah

10 months ago

Great catastrophe that destroyed more than 13,000 houses in 1,666 prompted to form a dedicated insurance market in the late 17th century in England.

10 months ago