Job

Bangladesh Bank || Data Entry/Control Operator (IT) (07-02-2020) || 2020

All Question

1. গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। তথ্যপ্রযুক্তি সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির স্পর্শে জেগে উঠেছে। দেশে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশে টেলিযোগাযোগসহ কষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাও নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অটোমেশন। অনলাইনে শেয়ার বাজার ও ব্যাংকিং কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার পাশাপাশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফল। ফলে অপারেটর, প্রোগ্রামার, হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বহুলোকের কর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে। (Translate into English)

Created: 1 year ago | Updated: 10 months ago

গত দুই দশকে বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তিতে ঘটেছে অভাবনীয় সব পরিবর্তন ও সাফল্য। তথ্যপ্রযুক্তি সময় ও দূরত্বকে জয় করেছে। বাংলাদেশও তথ্যপ্রযুক্তির স্পর্শে জেগে উঠেছে। দেশে সম্প্রতি তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য বিকাশ ঘটেছে। বাংলাদেশে টেলিযোগাযোগসহ কষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাও নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটেড ডিজিটাল পদ্ধতিতে। ইতিমধ্যেই চট্টগ্রাম বন্দরে চালু হয়েছে অটোমেশন। অনলাইনে শেয়ার বাজার ও ব্যাংকিং কর্মকাণ্ডসহ বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তির জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার পাশাপাশি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে পরীক্ষার ফলাফল। ফলে অপারেটর, প্রোগ্রামার, হার্ডওয়্যার-সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে বহুলোকের কর্মসংস্থানেও সৃষ্টি হয়েছে।

= There had been a unthinkable change and success in the information and technology sector all over the world in last two decades. Information technology has conquered the time and distance Bangladesh has also woken up in the spur of information technology. Recently mentionable outgrowth has been occurred in the field of information technology. Several public and privez works such as telecommunication agriculture, education, health, export-import are being operated under automated digital system. Automation has already been started in the chittagong sea pert Share market and banking activities are taken place in the online. Collection and submission of application for the university admission tests are available on websites where as test's results are also found in websites. As a result, employment opportunities for many people have been created for the posts of operator, programmer, hardware-software engineer.

9 months ago

The outbreak of coronavirus in China has caused great concerns around the world including in Bangladesh. As the Wuhan virus cases have been detected in places as far as Australia and the US. those living in the neighborhood have reasons to be more concerned, given the frequent air travel that increase chances of spreading dangerous pathogens. A lot of Bangladeshis, especially businessmen, travel to China and the Chinese nationals visit Bangladesh on a regular basis. So it is essential to deal with this issue with seriousness. There should be proper surveillance at the airports and also other entry points. People need to be advised to remain alert about spread of coronavirus the way some other countries are facing it so far.

= চীনে করোনা ভাইরাসের প্রাদুর্ভব বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদ্বিগ্নের সৃষ্টি করেছে। অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো দূরবর্তী স্থানগুলোতে এই উহান ভাইরাসের উপস্থিতি পাওয়ায় প্রতিবেশী দেশগুলোর অধিকতর উদ্বিগ্ন হবার মতো কারণ রয়েছে যেখানে বিমান ভ্রমণের মাধ্যমে এই বিপদজনক জীবাণু সংক্রামণের মারাত্মক ঝুঁকি রয়েছে। অনেক বাংলাদেশী বিশেষ করে ব্যবসায়ীরা চীনে ভ্রমণ করে এবং অনেক চীনের নাগরিকও প্রতিনিয়ত বাংলাদেশ ভ্রমণ করে থাকে। তাই গুরুত্বের সাথে বিষয়টির প্রতি দৃষ্টি দেয়া উচিৎ। এজন্য বিমান বন্দর ও অন্যান্য প্রবেশ পয়েন্টগুলো যথাযথ পর্যবেক্ষণ থাকতে হবে। জনগণকে করোনা ভাইরাসের বিস্তার সম্পর্কে অন্যান্য দেশের জনগণ কিভাবে মোকাবেলা করছে তা জানতে হবে।

9 months ago

মনে করি, সদস্য সংখ্যা ক জন

প্রত্যেকে চাঁদা দিবেনটাকা

আবার, ৫ জন না আসায় চাঁদার পরিমাণ বেড়ে হবে - টাকা

প্রশ্নমতে, --=

=-(-)(-)= =-+=(-) =(-)== =--= =2-+-= =(-)+(-)= =(-) (+)=

এখানে, ক=১২০=0

=ক=-১২০ যা গ্রহণযোগ্য নয়।

ক-১২৫=0

ক=১২৫

উত্তর: সদস্য সংখ্যা ১২৫ জন।

9 months ago

সুদ আসলের অংশ যার অর্থ ৮ টাকা আসল হলে সুদ হবে ৩ টাকা

সুদাসল = ৮+৩=১১ টাকা

সুদাসল ১১ টাকা হলে আসল ৮ টাকা

সুদাসল ৫৫০০ টাকা হলে = × টাকা = ৪০০০ টাকা

মনে করি, সুদের হার r

এখন দেয়া আছে, আসল P = ৪০০০ টাকা; সময় N =৩ বছর এবং সুদ I= ৫৫০০-৪০০০=১৫০০টাকা

আমরা জানি, I=prn

==×r× r=××=.%

উত্তর: সুদের হার ১২.৫%

9 months ago