SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

বাংলাদেশ শিশু একাডেমি ।। কম্পিউটার অপারেটর (31-03-2023) || 2023

All Question

সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবসগুলোর মধ্যে একটি হলো ২৬ মার্চ যা আমাদের স্বাধীনতা দিবস। ব্যাপক উৎসাহ—উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতি বছর আমাদের দেশে দিবসটি পালিত হয়। ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়। আমরা সবাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাই। সর্বস্তরের মানুষ মিছিল ও সমাবেশ নিয়ে জাতীয় স্মৃতিসৌধে যায়। ১৯৭১ সালের বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগকে তুলে ধরে দিনব্যাপী নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

8 months ago

এই সমীকরণটির মূলগুলো হলো 𝟏 এবং ৩। তাই সমীকরণটি লিনিয়ার ফাক্টরায় লিখা যায় যথাক্রমে (𝑥 - 1)(𝑥 - 3) = 0। অর্থাৎ এই সমীকরণের মূল হলো 𝑥 = 1 এবং 𝑥 = 3। এখন, যদি আমরা 𝑥 - 2^2 এর মান বের করতে চাই তবে আমরা লিখতে পারি: 𝑥 - 2^2 = 𝑥 - 4 তাহলে, 𝑥 = 1 হলে, 𝑥 - 2^2 = 1 - 4 = -3 এবং 𝑥 = 3 হলে, 𝑥 - 2^2 = 3 - 4 = -1 তাই, 𝑥 - 2^2 এর মান 𝑥 = 1 হলে -3 এবং 𝑥 = 3 হলে -1।

1 year ago

এই দিনে বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে অস্থায়ী মুজিবনগর সরকার গঠনের ঘোষণা করা হয় এবং এই সরকার এর মন্ত্রীরা শপথ গ্রহণ করে।

1 year ago