SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

পিএসসি'র লিখিত পরীক্ষা ।। সহকারি পরিচালক (টেকনিক্যাল) ও ওয়ার্কশপ সুপারিটেনডেন্ট(আইএমটি)-৯ম গ্রেড (06-02-2023) || 2023

All Question

বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম সরকার  ১৯৭১ সালের ১০ এপ্রিল তারিখে গঠিত হয়। এই সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে।

 

1 year ago

জাতীয় কবি
 

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ সালে ২৪শে মে ১৮৯৯ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহন করেন। ছোটোবেলায় তাঁর ডাকনাম ছিল দুধু মিয়া।


তাঁর লেখায় তিনি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এজন্য তাকে "বিদ্রোহী কবি" বলা হয়। 
মাত্র তেতাল্লিশ বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন।
বাংলাদেশ প্রতিষ্ঠার পর অসুস্থ কবিকে ঢাকায় আনা হয় এবং  তাঁকে বাংলাদেশের নাগরিত্ব প্রদান করা হয়। 
স্বাধীনবাংলাদেশের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয়। 
তাঁর রচিত কাব্যগুলোর মধ্যে অগ্নিবীণা, দোলন-চাঁপা, বিষের বাঁশি, ঝিঙে ফুল, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল উল্লেখযোগ্য।
গল্পগ্রন্থঃ'ব্যথার দান', 'নিকের বোন', 'শিউলি-মালা।
উপন্যাস- 'বাঁধনহারা', 'মৃত্যু', ' 
নাটক "ঝিলিমিলি', 'আলেয়া', 'শিল্পী', 'মধুমালা' প্রভৃতি।
প্রবন্ধ- রাজবন্দীর জবানবন্দী', 'যুগবাণী', 'দুর্দিনের যাত্রী'
 "মা" কবিতাটি ঝিঙেফুল' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ২৯শে আগস্ট ১৯৭১ সালে কবি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

1 year ago

মরমী সাধক ও জমিদার হাসন রাজা ষাট বছর বয়সে সকল বিষয় বিশেষভাবে সম্পত্তি বিলি বন্টন করে দরববেশী জীবনযাপন শুরু করেন। অনেক দেবালয় ও আখড়া তার উদ্যোগে স্থাপিত হয়। তিনি বহু আধ্যাত্মিক গানের রচয়িতা। সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত এ গানগুলো তার "হাসন উপন্যাস' গ্রন্থে মুদ্রিত আছে।

1 year ago

বাংলাদেশের দুইটি মাতৃতান্ত্রিক নৃ-গোষ্ঠির নাম: গারো, খাসিয়া 
গারোদের বসবাস: ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল জেলার গারো পাহাড় এলাকা এবং মধুপুর ও ভাওয়াল গড়, অপুর সিলেটের চা বাগান এলাকায় বাস করে। 
খাসিয়াদের বসবাস: বাংলাদেশের সিলেট এবং ভারতের আসামে এদের বসবাস।

1 year ago

জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। এর সদর পত্তন সুইজারল্যান্ডের ফোনেভায় অবস্থিত। নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশসমূহ। ৫টি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া,চীন ও ফ্রান্স

1 year ago

সর্বোচ্চ তিনবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে আন্তর্জাতিক রেডক্রস। ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে রেডব্রুগকে শান্তিতে নোবেল দেয়া হয়। এ ছাড়া ১৯৫৪ ও ১৯৮১ সালে শান্তিতে নোবেল পেয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ।

1 year ago

সাইবার সিকিউরিটি হল কম্পিউটার নেটওয়ার্ক এবং সিস্টেমকে ডিজিটাল আক্রমণের হাত থেকে রক্ষা করার একটি অনুশীলন।

ই-মেইল সুরক্ষিত রাখার উপায়ঃ

  • অন্য বা অদ্ভুত ঠিকানা (spoofed email addresses) থেকে আসা ই-মেইল গুলো বিশেষ ভাবে লক্ষ্য করতে হবে। স্ক্যামাররা সাধারণত লোভনীয় বিজ্ঞাপন দিয়ে এসব ই-মেইল পাঠায়। উদাহারণ এখনই কিনুন, সীমিত বরাহ, বিশাল পুরষ্কার "ছাই ই-মেইলটি পড়তে পারবেন তবে এ জাতীয় ই-মেইলের সাথে থাকা লিঙ্ক ও সংযুক্তি পরিহার করতে হবে।
  • সন্দেহলোক ই-মেইল এর সংযুক্তি ও নিষ্ক এড়িয়ে চ তে হবে। অযাচিত বা সন্দেহজনক ই-মেইল এর সংযুক্ত ফাইলটি ডাউন লোড না করা এবং লিঙ্ক ক্লিক করা থেকে বিরত থাকা।
  • হালনাগাদ অ্যান্টি-ভাইরাস ব্যবহার করা।
1 year ago

মানবদেহে রক্তের কাজঃ

১। রক্ত সারা দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে।

২। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে কোষে অক্সিজেন পরিবহণ করে 

৩। শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগজীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে।

৪। দেহের কোন স্থান কেটে গেলে অনুচক্রিকা সে স্থানে রক্ত জমাট বাঁধায়। ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয়।

৫। রক্তরসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড, ইউরিয়া হজমকৃত  খাদ্যবস্তু (যথা গ্লুকোজ, অ্যামিনো এসিড, ফ্যাটি এসিড, গ্রিসারণ), হরমন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

1 year ago

মাশরুম হলো এক ধরণের ভক্ষণযোগ্য মৃতজীবী ছত্রাকের ঘনত্ব অংশ। এগুলো মূলত Basidiomycetes অথবা Ascomycetes শ্রেণীর অন্তর্গত ছত্রাক। ছত্রাকবিদরা বিশ্বে প্রায় ৩ লক্ষ প্রজাতির ছত্রাক চিহ্নিত করতে পেরেছেন। এই অংশ রাতের মধ্য থেকে দীর্ঘ যাচাই বাছাই করে যে সমপর্ণার উপযোগী, পুষ্টিকর ও সুস্বাদু সেগুলোকেই তাঁরা মাশরুম হিসেবে গণ্য করেছেন। 

উদ্ভিদের পাতা হলদে হয় নাইট্রজেনের অভাবে।

1 year ago