SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Job

ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন ।। উপজেলা ব্যবস্থাপক (06-05-2023) || 2023

All Question

ধরিত্রী দিবস একটি বার্ষিক অনুষ্ঠান, যা ২২ এপ্রিল পালিত হয়, পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে। ধরিত্রী শব্দটি এসেছে ধরনী বা ধরা থেকে, যার অর্থ হলো পৃথিবী। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সর্বসমেত ধার্য করা একটি দিবসই হলো ধরিত্রী দিবস।

1 year ago

গ্রন্থটির নাম মূলত ‘’সংস্কৃতির ভাঙা সেতু'';

এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা আখতারুজ্জান ইলিয়াস।

আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত দুটি উপন্যাস হলোঃ

খোয়াবনামা’ ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত ‘চিলেকোঠার সেপাই’। 

1 year ago

 “অর্থই অনর্থের মূল” 

মূলভাব : অর্থ মানবজীবনের জন্য খুবই প্রয়োজনীয় একথা যেমন সত্য, তেমনি অর্থের যথাযোগ্য সদ্ব্যবহার করা না হলে তা বহু অনর্থের কারণ হয়ে থাকে। মানব জীবনের জন্য উপকারী অর্থ অপচয়ের মাধ্যমে ক্ষতির সৃষ্টি করে।

সম্প্রসারিত ভাব: জীবনের নানা কাজে অর্থের প্রয়োজনীয়তা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। আজীবন মানুষের প্রয়োজন মেটায় অর্থ। অর্থ না থাকলে জীবনে দুঃখ-কষ্টের শেষ থাকে না। জীবন তখন অর্থহীন বা মূল্যহীন বলে বিবেচিত হয়। তাই অর্থ সব মানুষের কাম্য বস্তু। আবার এ অর্থই সব অনর্থের মূল। অর্থ ছাড়া যেহেতু জগতে কিছুই সম্ভব হয় না, তাই এ অর্থ পাওয়ার জন্য মানুষ অমানুষের মত আচরণ করতেও দ্বিধাবোধ করে না। অর্থকে করায়ত্ত করার জন্য মানুষ অনেক সময় নির্যাতন, অত্যাচার, অবিচার এবং যে-কোনো রকমের জঘন্য কাজ করতে সংকোচ বোধ করে না। পৃথিবীতে যত দ্বন্দ্ব, কলহ, অশান্তি, মারামারি, কাটাকাটি সংঘটিত হয়; তার অধিকাংশই ঘটে অর্থের কারণে। অর্থ লিপ্সা মানুষকে পশুতে পরিণত করে। অর্থকেই জীবনের বড় সম্পদ মনে করে মানুষ মানুষকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করে না। আবার অর্থ সম্পদ বেশি হলে তা ব্যয়ের ব্যাপারে মানুষ সংযম প্রদর্শন করে না। তখন নানারকম অন্যায় কাজেও অর্থ ব্যয়িত হয়। এর ফলে মানুষ তার স্বাভাবিক জ্ঞান হারিয়ে চরিত্রহীন হয়ে পড়ে। ফলে সমাজে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি হয়। তাই দেখা যায় সামাজিক সব অন্যায়-অনাচারের পিছনে অর্থ কাজ করে। এভাবে অর্থ অনর্থ ঘটায়।

মন্তব্য : সব অনর্থের মূল হিসেবে বিবেচিত এ অর্থ সম্পদের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে জগতের প্রতিটি মানুষকে।

1 year ago
Promotion
Content for the offcanvas goes here. You can place just about any Bootstrap component or custom elements here.