Job

১৭ তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ পর্যায়)।। প্রভাষক (06-05-2023) || 2023

All Question

ধণাত্মক অর্থনীতি সম্পর্কে কোন মতভেদ দেখা দিলে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে সেগুলো গ্রহণ অথবা বর্জন করা যায়। অন্যদিকে, নীতিবাচক অর্থনীতির ক্ষেত্রে মতভেদ দেখা দিলে বাস্তব তথ্য দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো গ্রহণ বা বর্জন বা যায় না। ইতিবাচক অর্থনীতি তথ্যনির্ভর, এর সঙ্গে মূল্যবোধের কোনরূপ সম্পর্ক নেই।

11 months ago

স্বল্পকালীন গড় ব্যয় রেখা ‘U’ আকৃতির হয় কেন? ব্যাখ্যা করুন।

ব্যাখ্যাঃ  গড় উৎপাদন সর্বোচ্চ হলে এক সময় SAC সর্বনিম্ন স্তরে পৌঁছে। এরপর পরিবর্তনশীল উপকরণের প্রান্তিক উৎপাদন শূন্যের দিকে অগ্রসর হলে SAC পুনরায় বৃদ্ধি পায়। সুতরাং দেখা যায় যে, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি স্বল্পকালে কার্যকর থাকে বলে SAC রেখা 'U' আকৃতির হয়

11 months ago