Job

গণযোগাযোগ অধিদপ্তর || অফিস সহায়ক (27-05-2023) || 2023

All Question

১। অফিসের আসবাবপত্র এবং রেকর্ডসমূহের সুন্দরভাবে বিন্যাস সাধন করা এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখা।

২। অফিসের ফাইল এবং কাগজপত্র নির্দেশক্রমে একস্থান হইতে অন্যস্থানে কিংবা অন্য অফিসে স্থানান্তর করা।

৩। হালকা আসবাবপত্র অফিসের মধ্যে একস্থান হইতে অন্যস্থানে সরানো।

৪। কর্মকর্তা ও কর্মচারীগণকে পানীয় জল পান করাবেন।

৫। তাহারা অফিসের সমস্ত মনিহারী ও অন্যান্য দ্রব্যাদি সংরক্ষণের জন্য দায়ী থাকিবেন।

11 months ago

ইউক্রেনের রাজধানীর নাম- কিয়েভ

রাশিয়ার রাজধানীর নাম -মস্কো 

10 months ago

চ্যাটজিপিটি হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল ।  বুদ্ধিমান যন্ত্রও বলতে পারি। ইন্টারনেটে থাকা প্রচুর লেখা বা টেক্সট ডেটা ব্যবহার করে একে প্রশিক্ষিত করা হয়েছে। চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দিতে পারে। কোনো কিছুর ব্যাখ্যা চাইলে সহজ ভাষায় ব্যাখ্যা করে দেয়।

10 months ago

১০টি লেবুর ক্রয়মূল্য  ১০০টাকা

১টি লেবুর ক্রয়মূল্য  (১০০/১০) টাকা

                                =১০ টাকা

 

২০ টি লেবুর বিক্রয় মূল্য  ২২০ টাকা

১টি লেবুর বিক্রয় মূল্য (২২০/২০)টাকা

                                =১১ টাকা

লাভ =বিক্রয়মূল্য  -ক্রয়মূল্য

      =(১১-১০) টাকা

       = ১ টাকা

সুতরাং,  ১০ টাকায় লাভ হয়  ১ টাকা

              ১  “           ”     "    (১/১০) টাকা

             ১০০ “       ”        "    (১০০/১০)টাকা

                                        =  ১০ টাকা

 

উত্তর :শতকরা লাভ হয় ১০%।   

 

10 months ago