SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

কর্মসংস্থান ব্যাংক || সহকারী অফিসার (সাধারণ ও ক্যাশ) (11-08-2023) || 2023

All Question

একটি দেশের কেন্দ্রীয় ব্যাংক বা স্বাধীন কোন প্রতিষ্ঠান আর্থিক কর্তৃপক্ষ হিসেবে মুদ্রানীতি প্রণয়ন করে। যেমন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতের আর্থিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করে থাকে। দেশের সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রানীতি প্রণয়ন ও পরিচালনা করে থাকে।

9 months ago

ইউক্রেন বিশ্বের শীর্ষস্থানীয় গম উৎপাদনকারী দেশ। তাই ইউক্রেনকে 'ইউরোপের রুটির ঝুড়ি' বলা হয়। ইউক্রেনের সাংস্কৃতিক ভূখণ্ড বলা হয় লুভিউ সিটিকে। সেখানে বিশ্বের প্রথম গ্যাস ল্যাম্প তৈরি করা হয় ১৮৫৩ সালে।

9 months ago

তাশখন্দ চুক্তি হচ্ছে ১৯৬৬ সালের ১০ জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান ও ভারত এর মধ্যে সম্পাদিত একটি চুক্তি,যা ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সমাধান করে।

9 months ago

NATO এর পূর্ণরূপ হলো: North Atlantic Treaty Organization (NATO)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে NATO প্রতিষ্ঠিত হয়েছিল,এবং এটি ইউরোপ এবং উত্তর আমেরিকার ৩০টি দেশের একটি রাজনৈতিক ও সামরিক জোট। সংগঠনটি সদস্য দেশগুলির স্বাধীনতা এবং সুরক্ষা রক্ষার জন্য গঠিত হয়েছিল। সংগঠনটির সদর দফতর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

9 months ago

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে অজয় বাঙ্গাকে মনোনীত করেছিলেন, তখন নির্বাচিত হওয়ার বিষয়টি ছিল কেবল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাও ফুরিয়েছে। বিশ্বব্যাংকের ২৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদ গতকাল বুধবার সংস্থার নতুন প্রেসিডেন্ট হিসেবে ভারতীয়-আমেরিকান অজয় বাঙ্গাকে নির্বাচিত করেছে।

আগামী ২ জুন থেকে তাঁর পাঁচ বছরের মেয়াদ শুরু হবে। তিনি ডেভিড ম্যালপাসের স্থলাভিষিক্ত হবেন।

9 months ago

SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে ।

১৭টি এসডিজি হলো: ১. দারিদ্র্য বিলোপ ; ২. ক্ষুধা মুক্তি ; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ ; ৪. মানসম্মত শিক্ষা; ৫. লিঙ্গ সমতা ; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন ; ৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি ; ৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস; ১১. টেকসই নগর ও জনপদ ; ১২. পরিমিত ভোগ ও উৎপাদন ; ১৩. জলবায়ু কার্যক্রম ; ১৪. জলজ জীবন ; ১৫. স্থলজ জীবন ; ১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান ; ১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব৷

9 months ago

২০০৪ সালের ৩১ জুলাই, সংগঠনের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে, নেতৃবৃন্দ সংগঠনটির নাম পরিবর্তনের পক্ষে মত দেন এবং সংগঠনটির পরিবর্তিত নামটি দাঁড়ায় - BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical & Economic Cooperation.

9 months ago

জাতিসংঘের অফিসিয়াল ভাষা আরবি।

জাতিসংঘের বৈঠকে ব্যবহৃত ছয়টি ভাষাকে বলা হয় জাতিসংঘের অফিসিয়াল ভাষা। জাতিসংঘের সকল আনুষ্ঠানিক দলিল দস্তাবেজগুলোও এই ছয়টি ভাষায় লিখা হয়। ভাষাগুলোর নাম বর্ণানুক্রমিক ক্রমে দেয়া হলঃ

আরবি (আধুনিক স্ট্যান্ডার্ড আরবী),

ইংরেজি (অক্সফোর্ড বানানে ব্রিটিশ ইংরেজি),

ফরাসি ভাষা,

মান্দারিন (সরলীকৃত চীনা বর্নমালা),

রুশ ভাষা,

স্প্যানিশ।

9 months ago

জোট-নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালায়েন্ড মুভমেন্ট বা ন্যাম (ইংরেজি: Non-Aligned Movement (NAM)) হল একটি আন্তর্জাতিক সংগঠন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়। ১৯৬১ সালে পুরাতন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জন্ম হয় জোট নিরপেক্ষ আন্দোলনের।

9 months ago

WHO= World Health Organization

১৯৪ সদস্য বিশিষ্ট রাষ্ট্রের প্রতিনিধি সমন্বয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এজেন্সিটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা হিসাবে কাজ করে।


 

9 months ago