SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট || কম্পিউটার অপারেটর (15-02-2024) || 2024

All Question

  • ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুবিধা ব্যবহার করাকে ই-কমার্স ( E-commerce) বলে।
3 months ago

চ্যাটজিপিটি (ChatGPT) হলো একটি AI-চালিত চ্যাটবট যা OpenAI দ্বারা তৈরি করা হয়েছে, যা মানুষের মতো কথোপকথন ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।

3 months ago

34. SSD কী?

Created: 3 months ago | Updated: 3 months ago

(SSD বা Solid Storage Drivers) হলো আধুনিক যুগের স্টোরেজ ডিভাইস যা সাধারণত কম্পিউটারে ব্যবহৃত হয়। এসএসডিগুলি ফ্ল্যাশ-ভিত্তিক মেমরি ব্যবহার করে, যা প্রচলিত যান্ত্রিক হার্ড ডিস্কের তুলনায় অনেক দ্রুতগতিতে কাজ করে।

3 months ago

কীবোর্ড এর একেবারে উপরের অর্থাৎ F1 থেকে F12 পর্যন্ত মোট বারটি কী-কে একত্রে ফাংশন কী বলে।

ফাংশন কি এর ৭ টি ব্যবহার:-

F1

সাহায্যকারী (help) কী হিসেবে ব্যবহৃত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘help’ চলে আসে। এছাড়াও F1 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার আছে যেমন, 

  • F1 দিয়ে আমরা কম্পিউটার রানিং করতে পারি।
  • এক্সেল এবং ওয়ার্ডে রিবন মেনু লুকিয়ে/প্রদর্শন করে।

F2

কোনো ফাইল বা ফোল্ডারের (file or folder ) নাম বদলের জন্য (Rename) করতে এই কী ব্যবহার করা হয়। F2 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,

  • Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা। 
  • Ctrl+F2 চেপে ওয়ার্ডে প্রিন্ট প্রিভিউ (print preview) দেখা।
  • মাইক্রোসফ্ট এক্সেলে সক্রিয় সেল সম্পাদনা করে।

F3

মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়।  F3 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন, 

  • Shift+F3 চেপে ওয়ার্ডের ক্যাপিটাল ওয়ার্ড থেকে স্মল ওয়ার্ডে লেখা। 
  • প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের বর্ণ করা যায়। 
  • MS-DOS এ ব্যবহার করে লাস্ট কম্যান্ড লাইন রিপিট করা যায়।
  • ফায়ারফক্স এবং গুগল ক্রোমে অনুসন্ধান করার অপশন খোলে।

F4

ওয়ার্ডের last action পুনরায় Repeat করে। F4 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,

Alt+F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম (program window) বন্ধ করা হয়।


 

F5

মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি প্রোগ্রামকে Refresh করা হয়।F5 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন, 

 

 

  • পাওয়ার পয়েন্টের স্লাইড শো শুরু করা যায়। 
  • মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়।
  • Ctrl + F5 একটি ওয়েব পৃষ্ঠা সম্পূর্ণরূপে রিফ্রেশ করবে, ক্যাশে ক্লিন করবে এবং পুনরায় ডাউনলোড করবে।

F6

এই ফাংশন কী দিয়ে মাউস কার্সারকে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস (Address bar) বারে বা সার্চ বারে নিয়ে যাওয়া যায়। এছাড়া F6 ফাংশন কী এর ব্যবহার যেমন,

  • Ctrl+Shift+F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্টটি সক্রিয় করা হয়।

F7

সাধারণত মাইক্রোসফট্ ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ভুল সংশোধন করা যায়।F7 ফাংশন কী এর অন্যন্য ব্যবহার যেমন,

  • মজিলা ফায়ার ফক্সের Caret browsing চালু করা যায়। 
  • Shift+F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ, বিপরীত শব্দ, শব্দের ধরন ইত্যাদি জানার অভিধান (Dictionary) চালু করা যায়।
3 months ago