SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or

Log in with Google Account

Job

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর || সাব-সার্ভেয়ার (16-03-2024) || 2024

All Question

জেএল নম্বর = জেএল নম্বর (Jurisdiction List Number) থানা বা উপজেলাধীন প্রত্যেকটি মৌজাকে পর্যায়ক্রমে ক্রমিক নম্বর দ্বারা চিন্থিত করা হয়। মৌজার এ নম্বরকে জেএল নম্বর বলে।

1 month ago

খতিয়ান =  মূলত জমির মালিকানা স্বত্ব রক্ষা ও রাজস্ব আদায়ের জন্য জরিপ বিভাগ কর্তৃক প্রতিটি মৌজার জমির এক বা একাধিক মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, দাগ নম্বর, ভূমির পরিমাণ, হিস্যা (অংশ), খাজনা ইত্যাদি বিবরণসহ যে ভূমি স্বত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বলে।

1 month ago

পর্চা = কোন জরিপ যখন সম্পন্ন হয় তখন চূড়ান্ত রেকর্ড প্রকাশিত হওয়ার পর মালিকানার বিবরণ সম্বলিত বিবরণী হল খতিয়ান। কিন্তু জরিপের প্রাথমিক পর্যায়ে জমির মালিককে যে খসড়া মালিকানার বিবরণী দেয়া হয় তাকে পর্চা বলে।

1 month ago

তফসিল = তফসিল অর্থ জমির পরিচিতিমূলক বিস্তারিত বিবরণ।

1 month ago

কোন মৌজার নকশা সম্পূর্ণ নতুন করে প্রস্তুত করতে মৌজায় যে কাঠামো স্থাপন করা হয় সেটাই ট্রাভার্স। ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো ওপেন ট্রাভার্সিং, বন্ধ ট্রাভার্সিং, চেইন ট্রাভার্সিং, কম্পাস ট্র্যাভার্সিং, থিওডোলাইট ট্রাভার্সিং, প্লেন টেবিল ট্রাভার্সিং।

1 month ago

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ভিডিও রেকর্ড করেন তৎকালীন পাকিস্তান সরকারের চলচ্চিত্র বিভাগের চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা আবুল খায়ের, যিনি ভাষণের ভিডিও ধারণ করেন

1 month ago

বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ এর প্রধান লক্ষ্য হলো- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা

1 month ago

বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ ভেড়ামারায় অবস্থিত। ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয় ১৯৭৬ সালে। তখন দুটি ইউনিট থেকে মোট ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো। প্রতিটি প্ল্যান্টের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিলো ২০ মেগাওয়াট।

1 month ago