আইসোবার: যে নিউক্লিয়াসের ভর সংখ্যা (A) একই কিন্তু, পারমাণবিক সংখ্যা (Z) ভিন্ন, তাদের আইসোবার বলে। আইসোটোন: যে নিউক্লিয়ায় সমান সংখ্যক নিউট্রন থাকে, তাকে আইসোটোন বলে। তাদের পারমাণবিক সংখ্যা (Z) এবং ভর সংখ্যা (A) উভয়ই আলাদা , কিন্তু ( A – Z) এর মান একই।