Edit Question

Please correct the error and update
To edit a question please, login first. click here to login
Des : 1

উপসর্গকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয় যথা – 

1. সংস্কৃত বা তৎসম উপসর্গ  

2. খাঁটি বাংলা উপসর্গ  

3. বিদেশি উপসর্গ

1.সংস্কৃত বা তৎসম উপসর্গ :

যে সমস্ত উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহার যোগ্য হচ্ছে সেই সকল উপসর্গগুলিকে বলা হয় সংস্কৃত বা তৎসম উপসর্গ। এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হল 20 টি ।

যেমন : প্র, প্ররা, অপ, সম্‌, নি, অব, অনু, নির্‌, দুর্‌, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ

উদাহরণ- প্রবল, পরাজয়, উপহার প্রভৃতি ।

2. খাঁটি বাংলা উপসর্গ :

বাংলায় আর্যদের আসার আগে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গের উৎপন্ন হয়ে বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে সেইসব উপসর্গকে দেশি বা খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।

যেমন: অ, অঘা, অজ, অনা, আ, আড়্‌, আন্‌, আব্‌, ইতি, উন্‌ (উনু, উনা), কদ্‌, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা

3. বিদেশি উপসর্গ :

বিদেশিদের আগমনের ফলে এদেশের মানুষের মধ্যে কথাবার্তার আদান প্রদানের মাধ্যমে বিদেশি ভাষা থেকে যেসব উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে সেগুলিকে বিদেশি উপসর্গ বলা হয়।

যেমন: গর, ফি, দর, খাস,হর, বে, ব, বধ, নিস, বর, হেড, ফুল, সাব, হেড, হাফ, মিনি।উদাহরণ- গরমিল, ফিবছর, বধমেজাজ, ফুলমোজা।

টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;