বিখ্যাত দ্বীপ

একাদশ- দ্বাদশ শ্রেণি - সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী | - | NCTB BOOK
962
962

কর্সিকা দ্বীপ

  • ভূমধ্যসাগরের একটি দ্বীপ।
  • ১৭৬৯ সালে ফ্রান্স সম্রাট নেপোলিয়ন এখানে জন্মগ্রহণ করেন।

 

সেন্ট এলবা দ্বীপ

  • ভূমধ্যসাগরের একটি দ্বীপ।
  • ১৮১৪ সালে নেপোলিয়নকে প্রথমবারের মত নির্বাসন দেওয়া হয়।

 

মিন্দানাও দ্বীপ

  • পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 
  • ফিলিপাইনের অধীনস্ত মুসলিম অধ্যুষিত দ্বীপ।

 

আবু মুসা দ্বীপ

  • পারস্য উপসাগরে অবস্থিত।
  • ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • ইরানের মালিকানায় রয়েছে।

 

প্যারাসেলস দ্বীপ

  • দক্ষিণ চীন সাগরে অবস্থিত।
  • চীন ও তাইওয়ান এর মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

 

সেন্ট হেলেনা দ্বীপ

  • আটলান্টিক মহাসাগরে অবস্থিত বৃটিশ কলোনী। 
  • নেপোলিয়ানকে ২য় বার এখানে নির্বাসন দেওয়া হয় এবং মৃত্যু বরণ করেন।

 

শাত-ইল-আরব

  • পারস্য সাগরে অবস্থিত।
  • ইরাক ও ইরানের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল ।

 

হাওয়াই দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের অধীন।
  • এখানে সাবেক মার্কিন নৌ-ঘাঁটি ছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আক্রমণ করেছিল।

 

গুয়াম দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • অন্যতম শক্তিশালী মার্কিন নৌ-ঘাঁটি।

 

গ্রিনল্যান্ড দ্বীপ

  • উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
  • ডেনমার্ক এর মালিকানায় আছে।

 

জাপান

  • হনসু, কিউসু, শিকোকু, হোক্কাইডো জাপানের প্রধান দ্বীপ ।
  • এই চারটি দ্বীপের সমষ্টিই জাপান।

 

ওকিনাওয়া দ্বীপ

  • জাপান সাগরে অবস্থিত।
  • পানের মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

 

কুড়িল দ্বীপপুঞ্জ

  • জাপান সাগরে অবস্থিত।
  •  রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া জাপানের থেকে দখল করে।

 

স্প্রাটলি দ্বীপপুঞ্জ

  • দক্ষিণ চীন সাগরে অবস্থিত।
  • চীনের অধীনস্ত বর্তমানে।
  • এই দ্বীপটি নিয়ে চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধ রয়েছে।

 

ফকল্যান্ড দ্বীপ

  • দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • ১৯৮২ সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে এ দ্বীপ নিয়ে যুদ্ধ হয়।
  • এর অপর নাম মালভিনাস। বর্তমানে ব্রিটেনের মালিকানায় রয়েছে।

 

শাখালিন দ্বীপ

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • রাশিয়ার মালিকানায় এখানে রাশিয়ার নৌ-ঘাঁটি রয়েছে।
  • রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

 

সিসিলি দ্বীপ

  • ভূমধ্যসাগরে অবস্থিত ইতালির মালিকানা বর্তমানে।
  •  বিজ্ঞানী আর্কিমিডিসের স্মৃতি বিজড়িত স্থান।

 

সুবিক বে

  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের কাছে হস্তান্তর করে।

 

গুয়ানতানামো বে

  • আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • কিউবার মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।

 

সেনকাকু দ্বীপ

  • চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।
  • চীনে এটি পরিচিত 'দিয়াওয়ার্ড' নামে।

 

লায়লা/পেরিজিল

  • মরক্কোর মূল ভূখণ্ডে অবস্থিত। 
  • মরক্কো ও স্পেনের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ।

 

Content added || updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

বঙ্গোপসাগর
প্রশান্ত মহাসাগর
জাপান সাগর
ভারত মহাসাগর
জাঞ্জিবারকে
কিউবাকে
দক্ষিণ
বাহরাইনকে

নিকোবর

446
446
  • বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
  • জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি দখল করেছিলো।
  •  বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত।

 

Content added By

জাভা দ্বীপ

402
402
  • ভারত মহাসাগরে অবস্থিত ইন্দোনেশিয়ার একটি দ্বীপ।
  • সাবেক রাজধানী জাকার্তা এই দ্বীপে অবস্থিত।
Content added By

মান্না দ্বীপ

432
432
  • ভারত মহাসাগরে অবস্থিত।
  • শ্রীলঙ্কার অধীভুক্ত মুসলমান অধ্যুষিত অঞ্চল ।
Content added By

দিয়াগো গর্সিয়া

359
359

ভারত মহাসাগরে বৃটেনের অধীনে চ্যাগোজ দ্বীপপুঞ্জের একটি দ্বীপ। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে। মরিশাস এই দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে।

Content added By

আবু মুসা দ্বীপ

384
384
Please, contribute by adding content to আবু মুসা দ্বীপ.
Content

সেন্ট হেলেনা দ্বীপ

351
351
  • আটলান্টিক মহাসাগরে অবস্থিত বৃটিশ কলোনী। 
  • নেপোলিয়ানকে ২য় বার এখানে নির্বাসন দেওয়া হয় এবং মৃত্যু বরণ করেন।

 

Content added By

শাত ইল আরব

418
418
Please, contribute by adding content to শাত ইল আরব.
Content

গুয়াম দ্বীপ

422
422
  • প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
  • অন্যতম শক্তিশালী মার্কিন নৌ-ঘাঁটি।

 

Content added By

গ্রিনল্যান্ড দ্বীপ

395
395
  • উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
  • ডেনমার্ক এর মালিকানায় আছে।

 

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

ফকল্যান্ড দ্বীপ

543
543
  • দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
  • ১৯৮২ সালে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে এ দ্বীপ নিয়ে যুদ্ধ হয়।
  • এর অপর নাম মালভিনাস। বর্তমানে ব্রিটেনের মালিকানায় রয়েছে।

 

Content added By

গুয়ানতানামো বে

400
400
Please, contribute by adding content to গুয়ানতানামো বে.
Content

জিনজিয়াং

363
363
Please, contribute by adding content to জিনজিয়াং.
Content

দিয়াগো গার্সিয়া

440
440
  • ভারত মহাসাগরে অবস্থিত।
  • বৃটেনের মালিকানায় থাকলেও এখানে মার্কিন নৌ ঘাঁটি রয়েছে।
Content added By
টপ রেটেড অ্যাপ

স্যাট অ্যাকাডেমী অ্যাপ

আমাদের অল-ইন-ওয়ান মোবাইল অ্যাপের মাধ্যমে সীমাহীন শেখার সুযোগ উপভোগ করুন।

ভিডিও
লাইভ ক্লাস
এক্সাম
ডাউনলোড করুন
Promotion
;