SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - Bootstrap3 - বুটস্ট্রাপ৩ গ্রিড সিস্টেম (Bootstrap3 Grid System) | NCTB BOOK

বুটস্ট্রাপ গ্রীড উদাহরণ: মিডিয়াম ডিভাইস(সাধারণ ডেক্সটপ/ল্যাপটপ)

বুটস্ট্রাপ গ্রীড: পূর্ববর্তী অধ্যায়ে আমরা ছোট ডিভাইসের জন্য গ্রীড উদাহরণ দেখিয়েছি। 50%/50 অনুপাতে ভাগ করার জন্য আমরা দুটি div ব্যবহার করেছি:

kt_satt_skill_example_id=1254

মিডিয়াম ডিভাইসে হয়তো ডিজাইনটি 33.3%/66.6% অনুপাতে ভাল হবে।

টিপস: ছোট ডিভাইস বলতে ৯৯২ পিক্সেল থেকে ১১৯৯ পিক্সেল রেজুলেশনের স্ক্রিনযুক্ত ডিভাইসকে বুঝায়।

মিডিয়াম ডিভাইসের জন্য আমরা .col-md-* ক্লাস ব্যবহার করবো।

এখন আমরা মিডিয়াম ডিভাইসের জন্য কলাম প্রস্থ যুক্ত করবো:

kt_satt_skill_example_id=1255

এক্ষেত্রে ছোট ডিভাইসের জন্য col-sm-* ক্লাস গুলো কাজ করবে এবং মিডিয়াম ডিভাইসের জন্য col-md-* ক্লাস কাজ করবে।

এই উদাহরণে আমরা ছোট ডিভাইসের জন্য 50%/50% এবং মিডিয়াম ডিভাইসের জন্য 33.3%/66.6% অনুপাতে কলাম তৈরি করবো। কিন্তু অতিরিক্ত ছোট (মোবাইল) ডিভাইসের ক্ষেত্রে কলামগুলো নিচে নিচে দেখাবে। কারন মোবাইল ডিভাইসের জন্য আমরা কলাম লে-আউট নির্দিষ্ট করে দেইনি:

kt_satt_skill_example_id=1256

Noteনোটঃ এটা নিশ্চিত করুন যে কলামগুলোর যোগফল ১২ এর বেশি নয়!

 

শুধুমাত্র মিডিয়াম ডিভাইসের জন্য

এই উদাহরণে শুধুমাত্র .col-md-4 এবং .col-md-8 ক্লাস নির্দিষ্ট করে দিয়েছি (.col-sm-* ব্যাতীত)। এর মানে মিডিয়াম এবং বড় ডিভাইসে 50%/50% অনুপাতে কলাম তৈরি হবে কারন কলাম ক্লাসগুলো ছোট ডিভাইসের ক্লাসগুলোকে বেশি প্রাধান্য দেয়। এক্ষেত্রে ছোট দুটি ডিভাইসে কলামগুলো ভার্টিক্যাল আকারে দেখাবেঃ

kt_satt_skill_example_id=1257

বড় ডিভাইসের জন্য কিভাবে ভিন্ন অনুপাতের কলাম তৈরি করা যায় তা পরবর্তী অধ্যায়ে দেখানো হয়েছে।

 

Content added || updated By
Promotion