SATT ACADEMY

New to Satt Academy? Create an account


or
Log in with Google Account

Web Development - Bootstrap3 - বুটস্ট্রাপ৩ রেফারেন্স (Bootstrap3 Reference) | NCTB BOOK

বুটস্ট্রাপ জেএস বাটন (button.js)

যদি আপনি বাটনের উপর আরো অধিক কন্ট্রোল পেতে চান তাহলে প্লাগ-ইন ব্যবহার করুন।

বাটন টিউটোরিয়ালের জন্য, আমাদের বুটস্ট্রাপ বাটন টিউটোরিয়ালটি পড়ুন।


বুটস্ট্রাপ বাটন প্লাগ-ইন ক্লাসসমূহ

নিচের ক্লাসগুলো যেকোন < a >, < button > অথবা < input > এলিমেন্টকে স্টাইল করার জন্য ব্যবহার করা যায়ঃ

ক্লাসবিবরণ
.btnযেকোন বাটনে বেসিক স্টাইল যুক্ত করে।
.btn-defaultডিফল্ট/স্ট্যান্ডার্ড বাটন তৈরি করে।
.btn-primaryপ্রাইমারি একশন বুঝায়।
.btn-successএকটি সফল অথবা পজিটিভ কর্মকে বুঝায়।
.btn-infoতথ্যবহুল এলার্ট মেসেজে বুঝায়।
.btn-warningসতর্কতা সংক্রান্ত মেসেজ বুঝাবে।
.btn-dangerক্ষতিকর অথবা সম্ভাব্য নেগেটিভ কর্মকে বুঝায়।
.btn-linkবাটনকে দেখতে লিংকের মতো করবে। (কিন্তু, কাজ করবে বাটনের মতই)
.btn-lgবড় বাটন তৈরী করে।
.btn-smছোট বাটন তৈরী করে।
.btn-xsঅতিরিক্ত ছোট আকারের বাটন তৈরী করে।
.btn-blockব্লক-লেভেল বাটন তৈরী করে। (পেরেন্ট এলিমেন্টের সম্পূর্ণ প্রস্থ নিয়ে)
.activeবাটনকে একটিভ অবস্থায় দেখাবে।
.disabledবাটনকে disable করে দিবে।

বুটস্ট্রাপ জাভাস্ক্রিপ্ট মাধ্যম

ম্যানুয়েললি যুক্ত করার জন্যঃ

kt_satt_skill_example_id=1307

বুটস্ট্রাপ বাটন মেথড

নিচের টেবিলের মধ্যে বাটন মেথডগুলো দেখানো হলোঃ

নোট: এই প্লাগ-ইনের ক্ষেত্রে মেথড data এট্রিবিউটের মাধ্যমে অতিক্রম করতে পারে।

মেথডবিবরণউদাহরণ
.button("toggle")বাটনটি চাপ দেয়া আছে এমন দেখায়।উদাহরণ দেখুন
.button("loading")বাটনকে অক্ষম করে দেয় এবং বাটনের টেক্সটকে loading.. এ রুপান্তর করে।উদাহরণ দেখুন
.button("reset")বাটনের টেক্সটকে মূল টেক্সটে রুপান্তর করে(যদি পরিবর্তিত হয়)উদাহরণ দেখুন
.button("string")নতুন বাটন টেক্সট নির্দিষ্ট করে।উদাহরণ দেখুন

বাটন সংক্রান্ত আরো কিছু উদাহরণ

বাটনকে কাস্টমাইজ করতে সিএসএস ব্যবহার করুন।

কিভাবে রাউন্ড বর্ডার বাদ দিবেনঃ

kt_satt_skill_example_id=1308


কিভাবে বাটনে বিশেষ কালার যুক্ত করা যায়ঃ

kt_satt_skill_example_id=1309


কিভাবে বাটনে স্যাডো যুক্ত কয়া যায়ঃ

কিভাবে বাটনে বিশেষ কালার যুক্ত করা যায়ঃ

kt_satt_skill_example_id=1310

Content added || updated By
Promotion