Test Mode Reading Mode Right = 0 Wrong = 0

লে আউট/বিন্যাস

All Question - (417)

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব রিপন ঢাকায় "জ্ঞান ভাণ্ডার" নামক বিপণিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন বই বিক্রয় করে আসছেন। বর্তমানে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের লক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের বই এবং তাদের উপযোগী কিছু গল্পের বই বিক্রির জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি "জ্ঞান ভান্ডার" বিপণিটিকে পরিকল্পিতভাবে সুসজ্জিত করেছেন। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব ফাহিম সিলেট শহরের ঘনবসতি এলাকা জিন্দাবাজারে একটি সুপার স্টোর পরিচালনা করছেন। তার সুপার শপে কফি কর্ণার, শিশুদের খেলার স্থান, টয়লেট সুবিধা, গাড়ি পার্কিং প্রভৃতির সুবিধা রয়েছে। বর্তমানে তার প্রতিষ্ঠানটি ভোক্তাদের কাছে কেনাকাটার জন্য একটি জনপ্রিয় প্রতিষ্ঠান।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

'রহিম স্পিনিং মিল' যশোরের নওয়াপাড়ায় অবস্থিত একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখানে সুতা কাটার যন্ত্রপাতি একটি কক্ষে এবং কাপড় বুননের যন্ত্রপাতি আরেকটি কক্ষে সংস্থাপন করা আছে বাজারে প্রতিষ্ঠানটির উৎপাদিত কাপড়ের বেশ চাহিদা আছে এবং কর্মীরা প্রতিষ্ঠানটিতে কাজ করে বেশ আনন্দিত।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

মিসেস আনজুমান রংপুর শহরে 'স্টাইল জোন' নামে একটি উৎপাদন প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটির পণ্য বিভিন্ন শো-রুমের মাধ্যমে বিক্রয় করা হয়। শো-রুমগুলোতে শার্ট, প্যান্ট, নকশি কাঁথা, লেডিস ব্যাগ প্রভৃতি বিক্রয়ের জন্য ভিন্ন ভিন্ন বিভাগ রয়েছে। ফলে ক্রেতারা সহজে ও কম সময়ে পছন্দমতো পণ্য ক্রয় করতে পারে। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব ফয়সাল ঢাকার অদূরে আশুলিয়ায় একটি বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেন। তিনি বিল্ডিং নির্মাণের প্রয়োজনীয় ইট, বালি, রড ও সিমেন্ট এমনভাবে সুসজ্জিত করেন যে, নির্মাণ কাজে নিয়োজিত প্রায় ৫০ জন শ্রমিক দক্ষতার সাথে কাজ চালিয়ে যেতে পারছেন। 

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

জনাব জামালের আসবাবপত্র তৈরি কারখানায় শ্রমিকরা ৫টি রুমে কাজ করে। এসব রুমের একটিতে বিভিন্ন সাইজে কাঠ কাটা হয়। একটিতে নকশা, একটিতে রং ও বার্নিশ, একটিতে সংযোজন করা হয়। জনাব জামাল ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন নকশা, রং, বার্নিশ ও সাইজের আসবাবপত্র তৈরি করেন।

প্রক্রিয়া বিন্যাস
স্থির বিন্যাস
দ্রব্যভিত্তিক বিন্যাস
সরলরৈখিক বিন্যাস
মূলধনের সদ্ব্যবহার
সম্পদের সদ্ব্যবহার
স্থানের সদ্ব্যবহার
বাহ্যিক কাঠামোর উন্নয়ন
অধিক উৎপাদন
অধিক স্থান
অধিক স্থানান্তর ব্যয়
অধিক তত্ত্বাবধান ব্যয়