উদ্দীপকের নবগঠিত দলটির প্রধান উদ্দেশ্য কী?
উদ্দীপকের দলটির কর্মসূচির মধ্যে থাকছে—
i. সমস্যা নির্ণয় ও জনগণের নিকট উপস্থাপন
ii. রাজনৈতিক কর্মী সংগ্রহ
iii. দলীয় নীতি বা মতাদর্শ প্রচার করা
নিচের কোনটি সঠিক?
জনগণকে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সচেতন করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন?
জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধ কাজ করে কোনটি?
রাজনৈতিক দলের অন্যতম প্রধান কাজ কী?
নির্বাচনের পূর্বে কোনটি রাজনৈতিক দলের গুরুত্বপুর্ণ কাজ?
নিচের কোনটির মাধ্যমে স্বার্থের একত্রীকরণ হয়ে থাকে?
রাজনৈতিক দলের প্রধানকে কী বলে?
নিচের কোনটি রাজনৈতিক দলের কাজ নয়?
গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতা লাভের জন্যে কোন পন্থা অবলম্বন করে?
বর্তমানে গণতন্ত্র বলতে বোঝায়—
i. সংসদীয় গণতন্ত্র
ii. রক্ষণশীল গণতন্ত্র
iii. প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র
রাজনৈতিক দলের কাজ হচ্ছে -
i. জনগণকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সচেতন করা
ii. তাদের আদর্শ ও কর্মসূচি জনগণের মাঝে প্রচার করা
iii. জনগণকে প্রত্যক্ষ ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে উদ্বুদ্ধ করা
উদ্দীপকের 'ক' রাষ্ট্রে কী ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?
উদ্দীপকের করিম কী ধরনের দলের সদস্য?
'স্বার্থ একত্রীকরণকারী' বলা হয় কাকে?
চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে 'Interest Group' বলে আখ্যায়িত করেছেন?
ক্ষমতায় না গিয়েও নিজেদের স্বার্থে ক্ষমতাকে প্রভাবিত করে-
Miller চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কী হিসেবে অভিহিত করেছেন?
'নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং এই সংযোগ সম্পর্কে সিজাগ ব্যক্তি সমষ্টিকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে'— এটি কার উক্তি?
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য-
i. জাতীয় কল্যাণ সাধন
ii. সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা
iii. কর্মীদের পক্ষে কাজ করা
সংসদে বিরোধী দলের গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুসংহত হয় কীভাবে?
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কী?
সমাজের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা পূরণের দায়বদ্ধতা নিচের কোনটির?
সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে নিচের কোনটি?
সুশাসন নিশ্চিত করার দায়িত্ব -
i. সরকারের
ii. জনগণের
iii. বিচারপতিদের
সুযোগ্য নেতার জন্য কোনটি অপরিহার্য?
কোনো নেতার নেতৃত্ব বলতে কী বোঝায়?
নেতৃত্ব ব্যক্তির কোন ধরনের গুণ?
মীম-এর বাবা একজন এফ আর সি এস ডিগ্রিধারী চিকিৎসক। মীমের বাবার মধ্যে রয়েছে-
নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ কী?
নেতৃত্ব কোন ধরনের গুণ?
Lead শব্দের অর্থ কী?
নেতৃত্ব বলতে বোঝায়—
একজন রাজনৈতিক নেতার সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অন্যান্য কর্মীবৃন্দকে পরিচালিত, প্রভাবিত ও নিয়ন্ত্রিত করার কৌশলকে বলা হয়?
নেতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে-
কার নেতৃত্বে আমেরিকা যুক্তরাষ্ট্র স্বাধীন হয়েছে?
নেতৃত্ব হলো এক ধরনের অসাধারণ গুণ বা ক্ষমতা যা অন্যকে-
i. প্রভাবিত করে
ii. প্রতিফলিত করে
iii. অনুপ্রাণিত করে
নেতৃত্ব হলো অসাধারণ ক্ষমতা যা অন্যকে -
ii. উদ্যমী করে
সৎ ও সুযোগ্য নেতৃত্বের অভাবে -
i. উন্নয়ন বাধাগ্রস্ত হয়
ii. স্থিতিশীলতা বিনষ্ট হয়
iii. বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়
নেতৃত্বের জন্য প্রয়োজনীয় গুণাবলি হিসেবে সমর্থনযোগ্য-
i. দীর্ঘ দেহ
ii. উত্তম ব্যবহার
iii. স্বার্থহীনতা
নেতৃত্ব প্রধানত কত প্রকার?
সম্মোহনী নেতৃত্বের গুণাবলি হিসেবে কোনটি যৌক্তিক?
নেতার সিদ্ধান্তের সমালোচনা করা যায় কোন ধরনের নেতৃত্বে?
নেতৃত্বের কৌশলের উপাদান কয়টি?
নেতার কর্মদক্ষতা নির্ভর করে কীসের ওপর?
জনগণ অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্ব?
কোনো নেতার বক্তব্য ও কাজ দ্বারা জনগণ ভীষণভাবে অনুপ্রাণিত হলে, উক্ত নেতৃত্বকে বলে-
নিশার বাবা একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তার মধ্যে কোন ধরনের নেতৃত্ব গুণ রয়েছে?
বার্ট্রান্ড রাসেলের মতে, একজন নেতাকে কয়টি গুণের অধিকারী হতে হবে?
সম্মোহনী নেতৃত্বের অপর নাম হলো-
i. সুনেতৃত্ব
ii. যাদুকরী নেতৃত্ব
iii. দাপটের নেতৃত্ব
মি. সুমনের মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটে?
এ ধরনের নেতৃত্ব দেখা যায়—
নেতৃত্বের গুরুত্ব ও প্রয়োজন সবচেয়ে বেশি কোথায়?
নেতৃত্বের বৈধতা থাকলে কী প্রতিষ্ঠা সহজ হয়?
নেতৃত্বের ক্ষেত্রে কোনটি বিদ্যমান থাকলে সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়?
নেতার চরিত্রে সততা ও দৃঢ়তা প্রয়োজন। এর ফলে জনগণের মধ্যে সৃষ্টি হয় -
i. শৃঙ্খলাবোধ
ii. আনুগত্য
iii. শ্রদ্ধা
জামিল সাহেব ও তার অনুসারীরা গঠন করেছেন-
সংখ্যার ভিত্তিতে দল ব্যবস্থাকে প্রধানত কয় শ্রেণিতে বিভক্ত করা যায়?
'ক' রাষ্ট্রে নাগরিকের মধ্যে যে বিষয়টি গড়ে উঠেছিল, তা হলো—
আলোচ্য উদ্দীপকে উল্লিখিত বৈশিষ্ট্য ছাড়া আর যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো-
i. সুস্পষ্ট অভিমত
ii. প্রভাবশালী মত
iii. শ্রেণিগত মত
আরও দেখুন...
or
Don't have an account? Register
Lorem ipsum dolor, sit amet consectetur adipisicing elit. Ducimus nihil, quo, quis minus aspernatur expedita, incidunt facilis aliquid inventore voluptate dolores accusantium laborum labore a dolorum dolore omnis qui? Consequuntur sed facilis repellendus corrupti amet in quibusdam ducimus illo autem, a praesentium.
1 hour ago