Blog

প্রেজেন্টেশন পোস্ট ০৫

প্রেজেন্টেশন পোস্ট ০৫

🔰টপিকঃ ইন্টারনেট আর ফেইসবুকের মাধ্যমে লেখাপড়া এবং আমার অভিজ্ঞতা।

🌱বর্তমানে ইন্টারনেটের কারণে বিশ্ব এখন গ্রামে পরিণত হয়েছে। আমরা চাইলে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গায় কথা বলতে পারি। কোনো তথ্য জানার থাকলে আমরা খুঁজে পেতে পারি। বিভিন্ন আন্তর্জাতিক খবরা খবর আমরা ঘরে বসে মোবাইল কম্পিউটার দিয়ে আমরা পড়তে ও জানতে পারি।

🌱ফেইসবুক হলো একটি যোগাযোগের মাধ্যমে। এর মাধ্যমে আমরা একে অন্যের সাথে সহজে যোগাযোগ করতে পারি। অনেক বছর ধরে ফেইসবুক ব্যবহার করি। তখন মনে করতাম এটা একটি বিনোদনের জায়গা। ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপের মাধ্যমে ফেইসবুকে পড়াশোনাও হচ্ছে, একদম ফ্রি। এই গ্রুপে পড়াশোনা করতে হলো কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এই গ্রুপে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারবেন।

🌱আমার অভিজ্ঞতা

ইন্টারনেট যতটুকু বুঝতে শিখেছি। মাঝে মাঝে তার ব্যবহার করেছি। কিন্তু কখনো চিন্তাও করি নাই। ফেইসবুকের মাধ্যমে লেখাপড়া সম্ভব। এটা সম্ভব হয়েছে, রাজিব আহমেদ স্যারের উদ্যোগের কারণে। অনেকের কাছে জিজ্ঞাসা করেছি । আমার বেসিক কিভাবে মজবুত করা যায়। কেউ আমার প্রশ্নের আশাঅনূরুপ উত্তর দিতে পারে নাই। এই গ্রুপে এসে জানতে পারলাম বেসিক কিভাবে মজবুত করতে হয়।

🍁মোঃ আলী মোস্তফা

নারায়নগঞ্জ

385

Author

Students
270
0 Followers

More Learning

All Comments

Promotion