পাইকারি ও খুচরা ব্যবসায় নিয়োগ পরীক্ষার আপডেট প্রশ্ন-ব্যাংক। এই সেকশনে পাইকারি ও খুচরা ব্যবসায় নিয়োগ পরীক্ষার প্রায় প্রতিটি প্রশ্ন স্যাট টিম এবং ইউজাররা একাধিকবার রিভিউ করেছে ফলে প্রশ্নোত্তর সমূহ প্রায় নির্ভুল।
এছাড়া প্রায় প্রতিটি প্রশ্নেই উত্তরের স্বপক্ষে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে । আপডেট চলমান…
স্যাট একাডেমির সব কন্টেন্ট উন্মুক্ত হওয়ায়, আপনিও ভুল সংশোধন এবং স্ব-স্ব প্রশ্নের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনাও করতে পারবেন।
এই প্রশ্ন-ব্যাংক আপনাকে শুধুমাত্র পাইকারি ও খুচরা ব্যবসায় নিয়োগ প্রশ্নের ধরণ সম্পর্কেই ধারণা দিবে না, বরং এই প্রশ্নব্যাংকের মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিক্স সম্পর্কেও সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।
চলুন এক নজরে পাইকারি ও খুচরা ব্যবসায় প্রশ্ন-ব্যাংক এর কোর ফিচার সমূহ দেখে নিই -
প্রায় প্রটিটি প্রশ্নই নির্ভুল এবং উত্তরের স্বপক্ষে প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়া আছে।
প্রায় প্রতিটি প্রশ্নে অধ্যায় ভিত্তিক ট্যাগ যুক্ত করা হয়েছে। এছাড়া আপনিও ট্যাগ যুক্ত করতে পারবেন।
প্রতিটি প্রশ্নে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে। আপনিও ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
প্রতিটি প্রশ্ন ব্যাংকে লাইভ টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করতে পারবেন ।
প্রশ্ন-ব্যাংক ইমেজ অথবা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকমার্ক করতে পারবেন (বুকমার্ক প্রশ্নসমূহ প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন)।
প্রতিটি প্রশ্নে প্রসঙ্গিক ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে। না থাকলে, আপনিও একাধিক ইউটিউব ভিডিও যুক্ত করতে পারবেন।
প্রশ্নোত্তরে ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে ভুল সংশোধনে অবদান রাখতে পারবেন।
ভুল থাকলে কর্তৃপক্ষকে রিপোর্টও করতে পারবেন।
প্রতিটি প্রশ্নের উত্তরের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
পাইকারি ও খুচরা ব্যবসায় সহ স্যাট একাডেমির বিভিন্ন সেকশনে নিয়মিত অবদান রেখে শিক্ষাভিত্তিক দেশের সর্ববৃহৎ ওপেন প্লাটফর্মকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করার পাশাপাশি নিজ প্রোফাইলকে টপ কন্ট্রিবিউটরদের তালিকাভুক্ত করতে পারবেন ।
সর্বোপরি, ভর্তি পরীক্ষা প্রস্তুতির স্যাট একাডেমির এডমিশন অ্যাসিস্ট্যান্ট হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড।
এপোক্স কোম্পানি নিজস্ব কারখানায় বিভিন্ন ধরনের জুতা তৈরি করে। তারা উৎপাদিত জুতা দেশের বিভিন্ন বড় শহরগুলোতে নিজস্ব শো- রুমের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রি করে। এর ফলে তাদের তুলনামূলক লাভ বেশি হয়।
আমিন ট্রেডার্স সেচ মেশিনারি সামগ্রী পাইকারি বিক্রয় করে। সে একাই একজন উৎপাদনকারীর সকল পণ্য বিক্রয় করে। উত্ত প্রতিষ্ঠানে ৫০ জন কর্মী কাজ করে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির জন্য বিভিন্ন এলাকায় ডাকযোগে ক্যাটালগ প্রেরণ করে পণ্য বিক্রয়ের পরিকল্পনা করছে।
'রজনীগন্ধা স্টোর' সিরাজগঞ্জের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় শাখা স্থাপনের মাধ্যমে ব্যবসায় পরিচালনা করে। এ স্টোরের প্রত্যেকটি শাখায় বিভিন্ন উৎপাদকের উৎপাদিত পণ্য নির্ধারিত মূল্যে বিক্রয় করা হয়।
জনাব আনোয়ার একজন বড় পাইকার। তিনি গাজীপুর শিল্প এলাকায় অবস্থিত BBRM থেকে রড সংগ্রহ করেন এবং পদ্মা সেতু প্রকল্পে রড পৌঁছে দেন। বিনিময়ে জনাব আনোয়ার কমিশন পান।
'Z' কোম্পানি নিজস্ব কারখানায় উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন শহরে অবস্থিত নিজস্ব শো-রুমের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রয় করে। প্রতিষ্ঠানটি পরিস্থিতি বিবেচনা করে কোনো কোনো শহরের শোরুমের পণ্যের মূল্যের ওপর বাট্টা প্রদান করে। ফলে প্রতিষ্ঠানটির মোট বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং অধিক মুনাফা অর্জিত হয়।
'রাজিব সু কোম্পানি' নিজস্ব কারখানায় জুতা তৈরি করে বিভিন্ন শহরে শো-রুম স্থাপনের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রয় করে। ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় 'রাজীব সু কোম্পানি' স্বল্প সময়ে কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হয়।
মি 'ক' মুড়ির পাইকারি বিক্রেতা। স্থানীয় মুড়ি উৎপাদকদের সাথে চুক্তি করে তিনি সব মুড়ি কিনে গুদামজাত করেছেন। এক্ষেত্রে মূল্য নির্ধারণে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।