বিপণনে সমসাময়িক বিষয়াবলি নিয়োগ পরীক্ষার আপডেট প্রশ্ন-ব্যাংক। এই সেকশনে বিপণনে সমসাময়িক বিষয়াবলি নিয়োগ পরীক্ষার প্রায় প্রতিটি প্রশ্ন স্যাট টিম এবং ইউজাররা একাধিকবার রিভিউ করেছে ফলে প্রশ্নোত্তর সমূহ প্রায় নির্ভুল।
এছাড়া প্রায় প্রতিটি প্রশ্নেই উত্তরের স্বপক্ষে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে । আপডেট চলমান…
স্যাট একাডেমির সব কন্টেন্ট উন্মুক্ত হওয়ায়, আপনিও ভুল সংশোধন এবং স্ব-স্ব প্রশ্নের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনাও করতে পারবেন।
এই প্রশ্ন-ব্যাংক আপনাকে শুধুমাত্র বিপণনে সমসাময়িক বিষয়াবলি নিয়োগ প্রশ্নের ধরণ সম্পর্কেই ধারণা দিবে না, বরং এই প্রশ্নব্যাংকের মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিক্স সম্পর্কেও সম্যক জ্ঞান অর্জন করতে পারবেন।
চলুন এক নজরে বিপণনে সমসাময়িক বিষয়াবলি প্রশ্ন-ব্যাংক এর কোর ফিচার সমূহ দেখে নিই -
প্রায় প্রটিটি প্রশ্নই নির্ভুল এবং উত্তরের স্বপক্ষে প্রাসঙ্গিক ব্যাখ্যা দেওয়া আছে।
প্রায় প্রতিটি প্রশ্নে অধ্যায় ভিত্তিক ট্যাগ যুক্ত করা হয়েছে। এছাড়া আপনিও ট্যাগ যুক্ত করতে পারবেন।
প্রতিটি প্রশ্নে একাধিক ব্যাখ্যা যুক্ত আছে। আপনিও ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
প্রতিটি প্রশ্ন ব্যাংকে লাইভ টেস্ট দিয়ে নিজের অবস্থান যাচাই করতে পারবেন ।
প্রশ্ন-ব্যাংক ইমেজ অথবা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
গুরুত্বপূর্ণ প্রশ্ন বুকমার্ক করতে পারবেন (বুকমার্ক প্রশ্নসমূহ প্রিন্ট বা ডাউনলোড করতে পারবেন)।
প্রতিটি প্রশ্নে প্রসঙ্গিক ইউটিউব ভিডিও টিউটোরিয়াল আছে। না থাকলে, আপনিও একাধিক ইউটিউব ভিডিও যুক্ত করতে পারবেন।
প্রশ্নোত্তরে ভুল থাকলে এডিট বাটনে ক্লিক করে ভুল সংশোধনে অবদান রাখতে পারবেন।
ভুল থাকলে কর্তৃপক্ষকে রিপোর্টও করতে পারবেন।
প্রতিটি প্রশ্নের উত্তরের স্বপক্ষে ব্যাখ্যা সংযোজন এবং সম্পাদনা করতে পারবেন।
বিপণনে সমসাময়িক বিষয়াবলি সহ স্যাট একাডেমির বিভিন্ন সেকশনে নিয়মিত অবদান রেখে শিক্ষাভিত্তিক দেশের সর্ববৃহৎ ওপেন প্লাটফর্মকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করার পাশাপাশি নিজ প্রোফাইলকে টপ কন্ট্রিবিউটরদের তালিকাভুক্ত করতে পারবেন ।
সর্বোপরি, ভর্তি পরীক্ষা প্রস্তুতির স্যাট একাডেমির এডমিশন অ্যাসিস্ট্যান্ট হতে পারে আপনার বেস্ট ফ্রেন্ড।
মি. জামান বগুড়ায় 'অপরূপা' নামক একটি শিশুখাদ্য সামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করেন। প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন পণ্য সহজলভ্য পলিথিনের পরিবর্তে চটের ব্যাগের মাধ্যমে বাজারজাত করেন। কারখানায় নিঃসৃত বর্জ্য পরিশোধনের মাধ্যমে নিষ্কাশনের ফলে এলাকার জনগণ অনেক খুশি।
ডেইলী পার্ক নামক প্রতিষ্ঠানটি নিজস্ব কারখানায় উৎপাদিত জুতা একই নাম ও সাইনবোর্ড ব্যবহার করে দেশের বড় বড় শহরে দোকান খুলে নিজস্ব জুতাসামগ্রী বিক্রয় করে। গুণগত মান ভালো হওয়ায় প্রতিষ্ঠানটি বেশ সফলতা অর্জন করেছে।
বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান 'SMART' এর গ্রাহকদের এখন দোকানে এসে পণ্য পছন্দ করে কিনতে হয় না। তারা বাসায় বসে ইন্টারনেটে ফরমায়েশ দিয়েই পণ্য কিনতে পারে। এতে প্রতিষ্ঠান ও গ্রাহক উভয়ের কার্যক্রম সহজ হয়েছে।
জনাব হাবিব একটি পুরানো মটর সাইকেল কিনতে চাচ্ছেন। পরিচিতজনের কাছে না পেয়ে সে Bikroy.Com এর ওয়েবসাইটে ঢুকে পছন্দমতো মটর সাইকেলটি ক্রয়ের জন্য ফরমায়েশ দিল।
প্রিন্স ফুডস লি. নামক প্রতিষ্ঠানটি কেক, বিস্কুট ও পাউরুটি তৈরি করে। প্রতিষ্ঠানটি পলিথিনের মোড়ক ব্যবহার না করে কাগজের ও পাটের তৈরি বিভিন্ন প্যাকেট করে পণ্যসামগ্রী খুচরা দোকানে সরবরাহ করে।
মিসেস মমতা সপরিবারে কেনাকাটার জন্য তিতাস শপিং কমপ্লেক্স-এ যান। শপিং কমপ্লেক্সটি অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন হওয়ায় এবং একই ধরনের পণ্যের দোকান পাশাপাশি অবস্থান করায় তারা খুব সহজেই পছন্দের পণ্য কেনাকাটা করতে পারেন। সেখানে বাচ্চাদর খেলার জায়গা খাবার দোকান ও সিনেপ্লেক্স আছে।
জনাব হাসান খুলনা থেকে ঢাকায় এসে এমন একটি বিপণি কেন্দ্রে গেলেন সেখানে আগত ক্রেতাদের জন্য নানা ধরনের সুযোগ-সুবিধা বিদ্যমান। যেমন ব্যাংক সুবিধা, পার্কিং সুবিধা, বিনোদনের ব্যবস্থা, প্রার্থনার জায়গা। জনাব হাসান দেখলেন পণ্যের মান ও দাম সম্পর্কে কারো অভিযোগ না থাকায় এ বিপণিতে ক্রেতার সমাবেশ ঘটেছে।